সাতক্ষীরায় কমিউনিটি পুলিশিং ডে পালিত
নিজস্ব প্রতিনিধি :
‘পুলিশ জনতা ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’- এই ¯স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকাল ১১টায় সদর থানার সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রাজ্জাক পার্কে গিয়ে শেষ হয়।
জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশের সার্বিক ব্যবস্থাপনায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাংসদ মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবির।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন স্মার্ট বাংলাদেশ গড়তে বাংলাদেশ পুলিশ কাজ করে যাচ্ছে। দেশের প্রত্যন্ত অ লেও কমিউনিটি পুলিশিং ব্যবস্থার মাধ্যমে জনগণের সুবিধা ও অসুবিধা দেখভাল করছেন তারা। এছাড়া তৃনমূল পর্যায়ে অপরাধ প্রবণতা কমানো সহ পুলিশিং কার্যক্রম নিষ্ঠার সাথে চালিয়ে যাচ্ছে কমিউনিটি পুলিশ বাহিনীর সদস্যরা।
র্যালি ও আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান বাবু, পুলিশিং কমিটির সভাপতি আবুল কালাম বাবলা, সরকারি কলেজের অধ্যক্ষ আমানুল্লাহ্ আল হাদী প্রমুখ।