আশাশুনিতে বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন
জি এম মুজিবুর রহমান:
আশাশুনিতে বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস-২০২৩ পালন করা হয়েছে। রবিবার (১৫ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ দিবস উপরক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
উপজেলা সমাজসেবা কার্যালয় ও উপজেলা প্রশাসনের আয়োজনে বেসরকারি উন্নয়ন সংস্থা আইডিয়াল’র চাইল্ড ইম্পাওয়ারমেন্ট প্রোগ্রাম এর সহযোগিতায় শুরুতে র্যালি বের করা হয়। রর ্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি। এ সময় উপজেলা সমাজসেবা অফিস এর কর্মকর্তাবৃন্দ, আশাশুনি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ, স্থানীয় প্রতিবন্ধী উন্নয়ন সংগঠনের সদস্যবৃন্দ, আইডিয়াল চাইল্ড ইম্পাওয়ারমেন্ট প্রকল্পের উপকারভোগী ও তাদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন ও আলোচনা রাখেন। অনুষ্ঠানে দুইজন দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিকে সাদা ছড়ি বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মোসলেমা খাতুন মিলি।
Please follow and like us: