সাতক্ষীরা পৌর শাখার উদ্যোগে শহিদ শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্টে গাভা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন
মাহফিজুল ইসলাম আককাজ :
সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শহিদ শেখ রাসেল স্মৃতি ৪ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট’র ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ অক্টোবর) বিকাল সাড়ে ৩টায় ডিবি ইউনাইটেড হাই স্কুল ফুটবল মাঠে বঙ্গবন্ধু পরিষদ সাতক্ষীরা পৌর শাখার আয়োজনে বঙ্গবন্ধু পরিষদ সাতক্ষীরা পৌর শাখার সভাপতি ও ডিবি ইউনাইটেড হাই স্কুলের প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুল’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শহিদ শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ সন্তান শহিদ শেখ রাসেল এর স্মৃতিকে স্মরনীয় করে রাখতে এবং ক্রীড়াঙ্গণকে উজ্জীবিত রাখতে এই ফুটবল টুর্নামেন্ট’র আয়োজন করার জন্য আয়োজক বঙ্গবন্ধু পরিষদ সাতক্ষীরা পৌর শাখাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। খুব সুন্দর পরিচ্ছন্ন খেলা উপহার দিয়েছে খেলোয়াড়রা এবং সেই ভালো খেলোয়াড় সুলভ আচরণ করেছে। এধরনের খেলার মধ্য দিয়ে ভালো ভালো খেলোয়াড় তৈরী হবে। বেশি বেশি খেলা আয়োজনের মধ্য দিয়ে যুব সমাজকে খেলার মাঠমুখী করতে পারলে যুব সমাজ মাদকমুক্ত থাকবে।”
ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ও সাপ্তাহিক ইচ্ছেনদী সম্পাদক মকসুমুল হাকিম, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হারুন উর রশিদ প্রমুখ।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন, সাতক্ষীরা জেলা বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি আলহাজ্ব ইঞ্জিনিয়ার শেখ তহিদুর রহমান ডাবলু, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, ডিবি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এমাদুল ইসলাম, ডিবি ইউনাইটেড হাই স্কুলের বিদ্যোৎসাহী সদস্য বিশিষ্ট শিক্ষানুরাগী শেখ আব্দুল আহাদ, ডিবি ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের সহ-সভাপতি মো. নূর ইসলাম, ডিবি ইউনাইটেড হাই স্কুলের সরকারি প্রধান শিক্ষক কঙ্কন কুমার দাস, ধুলিহর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ বোরহান উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, বীর মুক্তিযোদ্ধা স্বদেশ মল্লিক, পৌর ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মীর হাবিবুর রহমান বিটু, সাংবাদিক এসএম রেজাউল ইসলাম, পৌর ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নুর মনোয়ার হোসেন, পৌর আওয়ামী লীগ নেতা হারুন অর রশিদ, আছমাতুল্লাহ, মৃত্যুঞ্জয় আঢ্য প্রমুখ। বঙ্গবন্ধু পরিষদ সাতক্ষীরা পৌর শাখার আয়োজনে শহিদ শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলায় অংশ নেয় বাবুলিয়া সপ্তগ্রাম রিক্রিয়েশন ক্লাব বনাম গাভা ফুটবল একাদশ। খেলায় সপ্তগ্রাম রিক্রিয়েশন ক্লাবকে ১-০ গোলে শূন্য গোলে পরাজিত করে গাভা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলার রেফারির দায়িত্ব পালন করেন একরামুজ্জামান জনি, সহকারি রেফারি ছিলেন ইসমাইল হোসেন ও তানজিরুল ইসলাম। ফাইনাল খেলায় হাজার হাজার ফুটবল প্রেমী দর্শক খেলাটি উপভোগ করেন। সমগ্র অনুষ্ঠান স ালনা করেন ডিবি ইউনাইটেড হাই স্কুলের সহকারী শিক্ষক মো. মুকুল হোসেন।