যাত্রী তোলা নিয়ে দুই বাসের সংঘর্ষ, নিহত বেড়ে ৫
ডেস্ক নিউজ:
ময়মনসিংহের ত্রিশালের চেলের ঘাট এলাকায় দুই বাসের সংঘর্ষে আরো এক গার্মেন্টকর্মী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ১২ জন। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে।
বুধবার সকাল পৌনে ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চেলেরঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ময়মনসিংহ সদরের চুরখাই এলাকার কামরুজ্জামান লিটন, ত্রিশাল দক্ষিণ তেঁতুলিয়া এলাকার জেসমিন আক্তার, নওপাড়া এলাকার সিরাজুল ইসলাম। নিহত আরো দুইজনের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন ত্রিশাল থানার উপ-পরিদর্শক (এসআই) মঞ্জুরুল ইসলাম।
প্রত্যক্ষদর্শীরা জানান, শেরপুর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস চেলেরঘাট এলাকায় পৌঁছালে চাকার হাওয়া বেরিয়ে যায়। পরে ওই বাসের কয়েকজন যাত্রী আরেকটি বাস সিগন্যাল দিয়ে থামান। সেই বাসটি মহাসড়কের পাশে দাঁড়িয়ে যাত্রী তোলার সময় পেছন থেকে একটি বাস এসে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। হাসপাতালে নেয়ার পথে আরো দুইজনের মৃত্যু হয়েছে।
ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাদেকুর রহমান জানান, আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।