মধ্যরাত থেকে ইলিশ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু
ডেস্ক নিউজ:
ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষার্থে ২২ দিন ইলিশ শিকারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বুধবার মধ্যরাত থেকে ২২ দিনের জন্য নিষিদ্ধ হচ্ছে ইলিশ ধরা, পরিবহন, বিপণন ও সংরক্ষণ। এ নিষেধাজ্ঞা চলবে আগামী ২ নভেম্বর পর্যন্ত।
নিষেধাজ্ঞার সময়ে পুনর্বাসনের জন্য প্রত্যেক জেলেকে ২৫ কেজি করে চাল দেওয়া হবে।
সম্প্রতি দেশের বিভিন্ন মাছ ঘাট ও জেলে পল্লী ঘুরে দেখা গেছে, কেউ কেউ ২২ দিনের জন্য জালসহ মাছ ধরার সব উপকরণ তুলে আনছেন ঘাটে, কেউ ভেড়াচ্ছেন মাছ ধরার নৌকা-ট্রলার। কেউ আবার নিষেধাজ্ঞার আগে শেষবারের মতো নদীতে যাচ্ছেন মাছ ধরতে। তবে তাদের ফিরতে হবে রাত ১২টার আগেই।
মৎস্য বিভাগ বলছে, মা ইলিশ রক্ষায় কঠোর অভিযান চালানো হবে। আর জেলেদের সংকট দূর করতে নিবন্ধিত জেলেদের দেওয়া হবে ২৫ কেজি করে চাল।
এদিকে মাছ ধরা থেকে বিরত রাখতে সচেতনতামূলক কার্যক্রম চালাচ্ছে নৌ পুলিশ। তারা বলছে, মা ইলিশ রক্ষায় শক্ত অভিযানের কথা।
ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করতে দেশের বিভিন্ন উপকূলীয় এলাকা আগামী ২২ দিন নিষেধাজ্ঞার আওতায় থাকবে।