যত পয়েন্ট পেলে নিশ্চিত হবে বিশ্বকাপের সেমিফাইনাল
স্পোর্টস ডেস্ক:
অপেক্ষার পালা শেষে শুরু হয়ে গেছে ক্রিকেটের সবচেয়ে বড় আয়োজন আইসিসি ওয়ানডে বিশ্বকাপ। এরই মধ্যে অনুষ্ঠিত হয়েছে টুর্নামেন্টটির দুই ম্যাচ। আজ মাঠে গড়াচ্ছে আরো দুটি ম্যাচ। প্রথমবারের মতো এককভাবে বিশ্বকাপ আয়োজন করেছে ভারত।
এবারের বিশ্বকাপে ১০টি দল অংশ নিয়েছে। ভেন্যুও ১০টি। ফাইনালসহ মোট ৪৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে এবারের আসরে। লিগ পর্বে প্রতিটি দলই একে অপরের মুখোমুখি হবে। এ পর্ব শেষে সেরা চার দল সেমিফাইনালে খেলবে। দুই সেমিফাইনালের দুই বিজয়ী দল আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনাল খেলবে ১৯ নভেম্বর।
রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে প্রতিটি দলের থাকছে নয়টি করে ম্যাচ। প্রথম রাউন্ডে প্রত্যেক দল একবার করে অংশগ্রহণকারী সব প্রতিযোগী দেশের মোকাবিলা করবে। এ অবস্থায় অনেকের মনেই প্রশ্ন, বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে কত পয়েন্ট লাগবে?
বিশ্বকাপের গত আসরে নজর রাখলে দেখা যায়, নয় ম্যাচের মধ্যে কোনো দল সাতটিতে জিতলেই সেমিফাইনাল নিশ্চিত করবে। সবশেষ আসরে সাতটি করে জয় পেয়েছিল ভারত (বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হওয়ার পয়েন্ট বেশি ছিল) ও অস্ট্রেলিয়া।
আবহাওয়াজনিত কোনো সমস্যা না থাকলে ছয় ম্যাচের জয়েও সেমিতে ওঠার বেশ সম্ভাবনা থাকবে। তবে সবমিলিয়ে প্রাপ্ত পয়েন্ট বিবেচনা করেই তৈরি হবে পয়েন্ট টেবিল। যেখানে সমান পয়েন্টধারীদের নেট রানরেটের ভিত্তিতে নির্ধারিত হবে দলগুলোর অবস্থান।
আগের আসরে পাঁচ ম্যাচের জয়ে সমান ১১ পয়েন্ট পেয়েছিল পাকিস্তান ও নিউজিল্যান্ড। সেবার নেট রানরেটে এগিয়ে থাকায় কিউইরা সেমিতে উঠে যায়। তার মানে ছয়টি করে ম্যাচ জয়ের পরও কোনো দল নেট রানরেটে পিছিয়ে থাকলে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় থাকবে।
সেক্ষেত্রে আর একটি বাড়তি ম্যাচের জয় এগিয়ে রাখবে যে কাউকে। উল্লেখ্য এ নিয়ে তৃতীয়বারের মতো রাউন্ড রবিন ফরম্যাটে হচ্ছে বিশ্বকাপ। ১৯৯২ আসরে প্রথম এই পদ্ধতিতে খেলা হয়েছিল।