রোহিঙ্গা ক্যাম্পে পৃথক হত্যাকাণ্ডে মামলা, আসামি ৫৮
ডেস্ক নিউজ:
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে বিচ্ছিন্ন হত্যাকাণ্ডের ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে। এতে একটি মামলায় স্থানীয় দুইজনসহ ২৩ জন রোহিঙ্গার নাম উল্লেখ করা হয়েছে। অপর আরেকটি হত্যা মামলায় ৩৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
শনিবার মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী।
জানা গেছে, গত বুধবার দিনগত রাতে বালুখালী ইরানি পাহাড়ের ৮ ডব্লিউ ক্যাম্পে দুই রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপের মধ্যে গোলাগুলি হয়। এতে গুলিবিদ্ধ হয়ে ইউসুফ নামে এক রোহিঙ্গা সন্ত্রাসী নিহত হন।
এদিকে, পালংখালীর ১৫ নম্বর জামতলী ক্যাম্পে ঐ রাতে মাত্র এক ঘণ্টার ব্যবধানে আরসার একদল সন্ত্রাসী গ্রুপের সঙ্গে আরেকদল সন্ত্রাসী গ্রুপের মধ্যে গোলাগুলি হয়। একপর্যায়ে আরাফাত নামে এক রোহিঙ্গাকে তুলে নিয়ে হত্যা করা হয়। পরে এপিবিএন ও উখিয়া পুলিশ লাশ দুটি উদ্ধার করে।
এরপর ময়নাতদন্তের পর স্বজনদের কাছে লাশ দুটি ফেরত দেওয়া হয়। ঘটনার দুই দিনপর শুক্রবার রাতে পৃথক দুটি হত্যা মামলা হয় উখিয়া থানায়। এতে আরাফাত হত্যা মামলায় দুইজন স্থানীয়সহ ২৩ জনকে আসামি করা হয়েছে। মামলার বাদী নিহত আরাফাতের বাবা ঈমান হোসেন।
অপরদিকে, জামতলী রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে নিহত রোহিঙ্গা সন্ত্রাসী ইউসুফের স্ত্রী নুরকিস ফাতেমা বাদী হয়ে ৩০-৩৫ জন অজ্ঞাত আসামি করে মামলা করা হয়েছে।
এ ব্যাপারে ১৪ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ইকবাল জানান, ক্যাম্পে দুই রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপ নিজেদের আদিপত্য বিস্তার ও অপকর্মের নেটওয়ার্ক তৈরি করতে পারস্পরিক সংঘর্ষে লিপ্ত হয় এবং সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে দুই রোহিঙ্গা নিহত হন।