তালায় স্থানীয় উদ্যোক্তাদের আয় বৃদ্ধির লক্ষে নতুন পণ্যের বাজার প্রবেশ কর্মসূচি উদ্বোধন
নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরার তালায় সরিষার নিরাপদ ভোজ্য তেল উৎপাদন ও বাজারজাতকরণের মাধ্যমে স্থানীয় উদ্যোক্তাদের আয় বৃদ্ধির লক্ষে নতুন পণ্যের বাজার প্রবেশ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।
তালা উপজেলা প্রাণিসম্পদ মিলনায়তনে পল্লীকর্ম-সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় ও বেসরকারি সংস্থা উন্নয়ন প্রচেষ্টার আয়োজনে এই কর্মসূচি উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে জানানো হয়, ইফাদ ও ড্যানিডার আর্থিক সহযোগিতায় স্থানীয় উদ্যোক্তারা তালা উপজেলার ধানদিয়া ইউনিয়নের আয়াত অয়েল মিল, তালা সদর ইউনিয়নের রসনা অয়েল মিল ও সরদার অয়েল মিলে সরিষার মানসম্মত ভোজ্য তেল উৎপাদন ও বাজারজাত করছে।
অনুষ্ঠানে তিনজন উদ্যোক্তা নিজ নিজ ব্র্যান্ডের তেলের গুণগত মান ও দাম সম্পর্কে নানা তথ্য তুলে ধরেন।
উদ্বােধনী অনুষ্ঠানে উন্নয়ন প্রচেষ্টার পরিচালক সেখ ইয়াকুব আলীর সভাপতিত্বে ও প্রকল্প কর্মকর্তা এসএম নাহিদ হাসানের স ালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার কৃষি বিপণন কর্মকর্তা সালেহ মোহাম্মাদ আবদুল্লাহ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পিকেএসএফ’র ব্যবস্থাপক কাজী আবুল হাসনাত। তালা বাজার বণিক সমিতি সভাপতি কাজী মারুফ হোসেন প্রমুখ।