প্রতারণার দায়ে দোষী সাব্যস্ত ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক:
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রতারণার দায়ে দোষী সাব্যস্ত করেছেন নিউইয়র্কের আদালত। স্থানীয় সময় মঙ্গলবার এই রায় দিয়েছেন নিউইয়র্কের সিভিল কোর্টের বিচারপতি আর্থার এনগোরন।
মামলায় একাধিক দাবির নিষ্পত্তির জন্য আগামী সোমবার বিচার শুরুর কথা রয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
রায়ে বলা হয়, ডোনাল্ড ট্রাম্প ও তাঁর প্রতিষ্ঠান তাদের সম্পদের অতিরঞ্জিত হিসাব প্রকাশ করেছেন এবং নেট সম্পদ জালিয়াতির মাধ্যমে বেশি দেখিয়ে ব্যাংক, ইনস্যুরেন্স ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানকে প্রতারিত করেছেন। এসব করার মাধ্যমে ট্রাম্প ও তাঁর প্রতিষ্ঠান বিভিন্ন চুক্তি করেছেন এবং ঋণ নিয়েছেন।
এই মামলায় ট্রাম্পের পাশাপাশি তাঁর তিন সন্তান ডোনাল্ড জুনিয়র, ইভাঙ্কা ট্রাম্প ও এরিক ট্রাম্পকেও আসামি করা হয়। এ ছাড়া মামলায় ট্রাম্প অর্গানাইজেশনের দুই নির্বাহী অ্যালেন ওয়েইসেলবার্গ এবং জেফরি ম্যাককনিকেও আসামি করা হয়েছে।
এরআগে, ২০২২ সালের সেপ্টেম্বরে ট্রাম্প এবং ট্রাম্প সংস্থার বিরুদ্ধে মামলা করেছিলেন স্টেট অ্যাটর্নি জেনারেল লেটিটিয়া জেমস। তার দাবি আয় সম্পর্কে এক দশক ধরে মিথ্যা বলেছেন ট্রাম্প। সেসময় বলা হয়, ব্যাংক ঋণ, বীমা এবং অন্যান্য আর্থিক সুবিধা পেতে সম্পদের মূল্য ২ দশমিক দুই তিন থেকে ৩ দশমিক ৬ বিলিয়ন ডলারের মধ্যে দেখিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প।