তালায় কারেন্ট জাল দিয়ে বিলে মাছ ধরার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু
ফারুক সাগর:
সাতক্ষীরার তালা উপজেলায় কারেন্ট জাল দিয়ে বিলে মাছ ধরার সময় বজ্রপাতে কালু মোড়ল (৬৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (২৫সেপ্টেম্বর) বিকালে উপজেলার শাহাপুর বিলে বজ্রপাতের ঘটনায় তার মৃত্যু হয়। দরিদ্র কালু মোড়ল ৪ কন্যা সন্তানের জনক এবং খানপুর গ্রামের মৃত: হেমাত মোড়লের ছেলে।
খানপুর গ্রামের মো: মিজানুর রহমান মোড়ল জানান, সোমবার বেলা ৩টার দিকে কারেন্ট জাল নিয়ে মাছ ধরার জন্য কালু মোড়ল পাশের শাহাপুর বিলে যায়। পরে বেলা সাড়ে ৩টার দিকে সেখানে আকষ্মিক বজ্রপাত হলে কালুর মৃত্যু হয়। তিনি আরও জানান, বিকাল ৫টার দিকে একই গ্রামের মারুফ সরদার মাছ ধরার জন্য একই বিলে গিয়ে কালু মোড়লের মৃতদেহ পানিতে ভাসমান দেখতে পেয়ে বাড়িতে এসে খবর দেয়। পরে বাড়ির লোকজন তার মৃতদেহ উদ্ধার করে। এসময় ঘটনাস্থলের একটি গাছে বজ্রপাতের চিহ্ন দেখে সকলে ধারণা করে যে, বজ্রপাতের কারণে তার মৃত্যু হয়েছে।
এবিষয় তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মমিনুল ইসলাম বলেন,এঘটনায় এখনও কোনও অভিযোগ পাইনি। তবে,বিষয়টির খোঁজ নেওয়া হচ্ছে।
Please follow and like us: