আশাশুনি পুকুরে ডুবে যুবকের মৃত্যু
জি এম মুজিবুর রহমান:
আশাশুনিতে পুকুরে ডুবে যুবকের মৃত্যু হয়েছে বলে ধারনা করা হয়েছে। সোমবার দুপুর ১.৪৫ টার দিকে আশাশুনি সরকারি হাই স্কুল পুকুরে ভাসতে থাকা মৃতদেহটি ঊদ্ধার করা হয়। মৃত যুবকের নাম রমজান আলী (২২)। সে সদরের আব্বাস গাজীর ছেলে।
পারিবারিক সূত্রে জানাগেছে, প্রতিদিনের ন্যায় রমজান আলী আশাশুনি সরকারি হাইস্কুল পুকুরে গোসল করতে যায়। পুকুরের অপর প্রান্তে আশাশুনি সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা পুকুরের পানিতে তার লাশ ভাসতে দেখে স্থানীয়দের জানান। দ্রুত পুকুর থেকে রমজান আলীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এরিপোর্ট লেখা পর্যন্ত তার মৃত্যুর সঠিক কারন জানাযায়নি। তবে পুকুরে গোসলে নামতে গিয়ে পা পিছলে পড়ে তার মৃত্যু হতে পারে বলে ধারনা করা হচ্ছে।
Please follow and like us: