আমিরাতে সবচেয়ে বেশি সোনা রপ্তানি করছে রাশিয়া
আন্তর্জাতিক ডেস্ক:
মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে সবেচেয়ে বেশি সোনা রপ্তানি করছে রাশিয়া। পশ্চিমাদের আমদানি নিষেধাজ্ঞার পর রুশ সরকার নজর দেয় আমিরাতের দিকে এবং সেখানে ইতিমধ্যেই রাশিয়া শীর্ষ সোনা রপ্তানিকারক দেশ হয়ে উঠেছে। রাশিয়ার সরকারি সম্প্রচারমাধ্যম আরটি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেন যুদ্ধ শুরু করে রাশিয়া। এর আগে পর্যন্ত মস্কো সবচেয়ে বেশি সোনা রপ্তানি করত আমেরিকায়। কিন্তু ইউক্রেনে অযাচিত হামলার অভিযোগে জি-৭, ইউরোপীয় ইউনিয়নসহ পশ্চিমা বেশ কয়েকটি দেশ রাশিয়ার সোনা আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।
পশ্চিমা দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে সংযুক্ত আরব আমিরাতের। তারপরেও দেশটি রাশিয়ার সোনা আমদানির ওপর নিষেধাজ্ঞা দেয়নি। বরং রাশিয়ার সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও দৃঢ় করেছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের পাশাপাশি চীন ও তুরস্কও রাশিয়ার কাছ থেকে সোনা আমদানি বাড়িয়েছে। গত বছরের ফেব্রুয়ারির পর থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত রাশিয়া তার মোট সোনা রপ্তানির ৯৯ দশমিক ৮ শতাংশই রপ্তানি করেছে সংযুক্ত আরব আমিরাত, চীন ও তুরস্কে।