২০২৫ সালের এশিয়া কাপ হবে টি-২০ ফরম্যাটে
স্পোর্টস ডেস্ক:
সর্বশেষ এশিয়া কাপে ভারতের আপত্তিতে হাইব্রিড মডেলে আয়োজন করে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। সেখানে শ্রীলংকাকে হারিয়ে এশিয়া কাপের শিরোপা জিতেছে ভারত। একটি আসর শেষ হতেই এশিয়া কাপের পরবর্তী আসর নিয়ে আলোচনা শুরু হয়।
জানা যায়, ২০২৫ এশিয়া কাপ ওয়ানডে নাকি টি-২০ ফরম্যাটে হবে তা নিয়েই চলছে জোর আলোচনা। এসিসি অবশ্য টি-২০ ফরম্যাটকেই প্রাধান্য দিচ্ছে। কারণ ২০২৬ সালে টি-২০ বিশ্বকাপ আয়োজন করবে শ্রীলংকা ও ভারত। আসরটি হবে ফেব্রুয়ারি-মার্চে।
আর এদিকে এশিয়া কাপ অনুষ্ঠিত হবে ২০২৫ সালের শেষভাগে। মূলত বিশ্বকাপকে সামনে রেখে ২০ ওভারের ফরম্যাটেই এশিয়া কাপকে প্রাধান্য দিচ্ছে এসিসি।
এর আগে ১৯৮৪ সাল থেকে নিয়মিত অনুষ্ঠিত হচ্ছে এশিয়া কাপ। টি-২০ ফরম্যাটে এশিয়া কাপ সর্বশেষ আয়োজন করা হয়েছিল ২০২২ সালে।
Please follow and like us: