মনসা পূজার মধ্য দিয়ে সাতক্ষীরায় শুরু হয়েছে ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা
স্টাফ রিপোর্টার:
মনসা পূজার মধ্য দিয়ে সাতক্ষীরায় শুরু হয়েছে ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলার আনুষ্ঠাণিকতা। সোমবার (১৮ সেপ্টেম্বর) সকাল থেকে শহরের পলাশপোল মনসা তলায় পূজার জন্য হাজির হন সনাতন ধর্মাবলম্বীরা। প্রসাদ প্রদান ও পূর্জা অর্চনার মধ্য দিয়ে সৃষ্টিকর্তার কাছে মন বাসনা পূরণের প্রার্থনা করেন ভক্তরা।
পূজার কার্যক্রম পরিচালনা করেন পুরোহিত তাপস চক্রবর্তী। এই পূজাকে ঘিরে দীর্ঘ বছর ধরে আয়োজন হয়ে আসছে গুড়পুকুর মেলা। আগামী ২০ সেপ্টেম্বর শহরের আব্দুর রাজ্জার্ক পার্কে সরকারি তত্বাবধানে মেলাটি উদ্বোধন হওয়ার কথা রয়েছে।
Please follow and like us: