দেবহাটার ৫ গ্রাম বাল্যবিয়েমুক্ত ঘোষণা
অনলাইন ডেস্ক:
সাতক্ষীরার দেবহাটা উপজেলার পাঁচটি গ্রাম বাল্যবিয়ে মুক্ত ঘোষণা করেছেন স্থানীয় সাংসদ সদস্য ডা. আ.ফ.ম রুহুল হক। তিনি বলেন, নারীর ক্ষমতায়ন ও শিশুর পুষ্টিমান নিশ্চিতের পাশাপাশি সুস্থ জাতি ও সুন্দর আগামী প্রজন্ম বিনির্মাণে বাল্যবিয়ে প্রতিরোধসহ প্রসূতি মা ও নবজাতক শিশুর মৃত্যু ঝুঁকি কমিয়ে আনতে হবে।
রোববার দুপুরে উপজেলায় জাতীয় স্থানীয় সরকার দিবস ও উন্নয়ন মেলার উদ্বোধন শেষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রুহুল হক এমপি আরো বলেন, দেশকে স্বনির্ভর করে গড়ে তুলতে নারীর ক্ষমতায়নের বিকল্প নেই। পুরুষের পাশাপাশি নারীদের মেধা ও দক্ষতার কমতি নেই। যেহেতু আমাদের জনশক্তির প্রায় অর্ধেকই নারী। তাই নারীদের যথাযথ ক্ষমতায়নের মাধ্যমে দেশের উন্নয়নের চাকা ঘোরানো সম্ভব। তাছাড়া ভবিষ্যৎ প্রজন্মকে সুন্দর করে গড়ে তুলতে শিশুর পুষ্টি চাহিদা মেটানো ব্যাপারে বাবা-মাকে সচেতন হতে হবে।
তিনি বলেন, বাল্যবিবাহ প্রতিরোধ ও গর্ভবতী মায়েদের নিরাপদ প্রসব নিশ্চিত করতে হবে। এতে করে প্রসূতি মা ও শিশু মৃত্যুর হার কমে আসবে।
এসময় তিনি উপজেলার উত্তর কুলিয়া চৌধুরীপাড়া, মাঝ পারুলিয়া সরদার বাড়ি, নওয়াপাড়ার সাংবেড়িয়া, দেবহাটা সদরের ঘলঘলিয়া রহিমপুর ও পারুলিয়া ইউনিয়নের নিশ্চিন্তপুরকে বাল্যবিয়েমুক্ত গ্রাম ঘোষণা করেন।
এ সভায় উপজেলা চেয়ারম্যান মুজিবর রহমানের সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসার ইয়ানুর রহমান, দেবহাটা থানার ওসি বাবুল আক্তার, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ওসমান গনিসহ অনেকে বক্তব্য রাখেন।