উখিয়ায় ২৯ রোহিঙ্গা আটক
অনলাইন ডেস্ক:
কক্সবাজারের উখিয়ায় চেকপোস্টের ও গাড়ি তল্লাশি অভিযানে ২৯ রোহিঙ্গা আটক হয়েছেন। শনিবার (১৬ সেপ্টেম্বর) উখিয়া কলেজের সামনে চেকপোস্ট বসিয়ে অভিযান ও গাড়িতে তল্লাশি চালিয়ে এসব রোহিঙ্গাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।
আটক হওয়া রোহিঙ্গাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে রাতে ক্যাম্প ইনচার্জের (সিআইসি) কাছে পাঠানো হয়েছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ‘ক্যাম্পে বসবাসরত বিপুল সংখ্যক রোহিঙ্গা প্রতিদিন কাঁটাতারের বেড়া পার হয়ে বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ছিল।’
এমন খবর পেয়ে উখিয়া থানার পুলিশ চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালিয়ে ২৯ রোহিঙ্গাকে আটক করে।
ওসি আরও বলেন, ‘আটক রোহিঙ্গাদেরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিষয়টি এখন ক্যাম্প ইনচার্জ (সিআইসি) দেখছেন।’
ওসি জানান, আটক রোহিঙ্গাদের মধ্যে অনেকে দোকান ও হোটেলে চাকরি এবং বিভিন্ন বাড়িতে দিনমজুরের কাজ করার জন্য ক্যাম্প থেকে বের হয়েছিল।