এমবাপ্পের জোড়া গোলের পরেও হার পিএসজির
স্পোর্টস ডেস্ক:
চোটের কারণে লিগ ওয়ানে নিসের বিপক্ষে মাঠে নামা নিয়ে শষ্কায় ছিলেন ফরাসি সুপারস্টার কিলিয়ান এমবাপ্পে। তবে সব দূর করে এ ম্যাচে মাঠে নেমেছিলেন তিনি। করেছিলেন জোড়া গোল। তবে গোল করলেও জয়ে দেখা পায়নি তার দল। ঘরের মাঠ পার্ক দ্য প্রিন্সেসে নিসের কাছে ৩-২ গোলে হেরেছে পিএসজি। নিসের পক্ষে এ ম্যাচে জোড়া গোল করেন নাইজেরিয়ান ফুটবলার টেরেম মফি। অপর গোলটি করেন লেব্রড।
খেলার ২১ মিনিটেই নিসকে লিড এনে দেন মতো মফি। তবে সেটা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। এ ৮ মিনিট পর এমবাপ্পে পিএসজিকে সমতায় ফেরান। আশরাফ হাকিমির বাড়িয়ে দেওয়া বল সোজা জালে ঢুকান তিনি।
সমতা নিয়েই বিরতিতে যায় দুই দল। তবে বিরতির আরও ক্ষিপ্র হয়ে ওঠে নিস। ৫৩ মিনিটে গিতেন লেব্রডের গোলে ফের এগিয়ে যায় তারা। আর এই গোলের পেছনের কারিগর মফি।
এগিয়ে থেকেও মন ভরছিল না নিসের। তাই তো মিনিট পনেরো পর ব্যবধান বাড়ায় তারা। ৬৮ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল আদায় করেন মফি। গিতেন লেব্রডে যেন ঋণ পরিশোধ করলেন সহায়তা করে।
এই গোল যে জরুরি ছিল সেটা প্রমাণ হয় ৮৭ মিনিটে। কলো মুয়ানি বল বাড়িয়ে দিলে এমবাপ্পে গোল করে ব্যবধান কমান। কিন্তু সেটা শুধুই হারের ব্যবধান কমিয়েছে। জয়ের মুখ আর দেখতে পারেনি প্যারিসিয়ানরা।
Please follow and like us: