মেডিকেলের প্রশ্নফাঁস: আইডিয়ালের শিক্ষিকা সাময়িক বরখাস্ত
অনলাইন ডেস্ক:
মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁসে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল ও কলেজের শিক্ষিকা মাকসুদা আক্তারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার রাতে স্কুলের অধ্যক্ষ মো. মিজানুর রহমানের সই করা আদেশ থেকে এ তথ্য জানা যায়।
জানা যায়, মাকসুদা আক্তার আইডিয়াল স্কুলের গভর্নিং বডির সংরক্ষিত মহিলা শিক্ষিক সদস্য ও সমাজবিজ্ঞান বিষয়ের শিক্ষিকা। ৯ সেপ্টেম্বর পুলিশের তদন্ত বিভাগ (সিআইডি) রাজধানীর সিদ্ধেশ্বরীর বাসা থেকে তাকে আটক করে। এ সময় তার মেয়েকেও আটক করে পরে মুচলেকা দিয়ে ছেড়ে দেয়।
মিরপুর মডেল থানার উপপরিদর্শক আলমগীর হোসেন বলেন, মঙ্গলবার মাকসুদা আক্তারকে আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। ২০২০ সালে পাবলিক পরীক্ষায় প্রশ্নফাঁসের এক মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।