ছাত্রলীগ নেতার রগ কর্তন, দেশ ছাড়ার সময় বিমানবন্দরে যুবক গ্রেফতার
অনলাইন ডেস্ক:
গাজীপুরে ছাত্রলীগের এক নেতাকে তুলে নিয়ে রগ কেটে দেয়ার ঘটনায় প্রধান আসামিকে গ্রেফতার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন। বুধবার (১৩ সেপ্টেম্বর) সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এপিবিএনের গোয়েন্দা দল তাকে গ্রেফতার করে।
গ্রেফতার যুবকের নাম রবিন সরদার। নির্যাতনের শিকার যুবকের নাম মো. ফেরদৌস। তারা দুজনই ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী।
বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক জানান, আসামি রবিন সরদার ভিন্ন নাম ব্যবহার করে (মো. নুরুজ্জামান) হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে দেশ ছাড়ছিলেন। সাদা পোশাকের এপিবিএন সদস্যরা চট্টগ্রাম থেকে ঢাকা আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে তাকে গ্রেফতার করে।
তিনি আরও জানান, গ্রেফতার রবিন সরদারকে গাজীপুর মহানগর পুলিশের একটি টিমের কাছে হস্তান্তর করা হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান জানান, এখন পর্যন্ত রবিন সরদার গাজীপুরে এসে পৌঁছায়নি।
এর আগে গত ৩ সেপ্টেম্বর বাসন থানাধীন আউটপাড়া লিংকন কলেজের সামনে থেকে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী ফেরদৌসকে অপহরণ করে রবিন সরদার। এসময় তার সঙ্গে কয়েকজন সহযোগী ছিল। অপহরণের পর গোপন স্থানে নিয়ে ফেরদৌসের রগ কেটে দেয়াসহ মারধর করে। এরপর সন্ধ্যায় ফেরদৌসকে শিববাড়ি মোড়ের হলিল্যাব হাসপাতালের সামনে ফেলে রেখে যায় অভিযুক্তরা।
পরে পুলিশ ফেরদৌসকে উদ্ধার করে। এ ঘটনায় ফেরদৌসের মা বাদী হয়ে রবিন সরদারকে প্রধান আসামি করে ২৭ জনের নাম উল্লেখ করে বাসন থানায় একটি
মামলা করেন।
Please follow and like us: