বৃষ্টিতে রিজার্ভ ডে’র খেলা না হলে যা হবে
স্পোর্টস ডেস্ক:
ম্যাচের শুরুর দিকে আবহাওয়া ভালো ছিল। কিন্তু ২৪তম ওভারের পরই শুরু হয় বৃষ্টি। বারবার বৃষ্টির হানায় মাঠের অবস্থা হয়ে পড়ে খুবই বাজে। মাঝে লম্বা সময়ের জন্য বৃষ্টি থামলে মাঠ শুকিয়ে খেলা শুরু করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু সব ঠিকঠাক হতেই আবারও নামে বৃষ্টি।
শেষ পর্যন্ত এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের মধ্যকার সুপার ফোরের ম্যাচটি গড়িয়েছে রিজার্ভ ডে’তে। সোমবার (১১ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় ফের এই ম্যাচটি শুরু হবে। প্রথম দিনে ম্যাচ যতটা খেলা হয়েছিল, রিজার্ভ দিনে সেখান থেকে ম্যাচ শুরু হবে।
বৃষ্টি হানা দেওয়ার আগে ২৪.১ ওভার শেষে ভারত ২ উইকেটে ১৪৭ রান করেছিল। অর্থাৎ, প্রথম দিনে বাকি থাকা খেলা দ্বিতীয় দিনে হবে। রিজার্ভ ডে’তে ম্যাচ যাওয়ায় কাটা হচ্ছে না কোন ওভার। অর্থাৎ নতুন করে বৃষ্টি না হলে ভারত ২৫.৫ ওভার ব্যাটিং করার সুযোগ পাবে।
এরপর বৃষ্টি না হলে পাকিস্তানও রান তাড়া করার জন্য পূর্ণ ৫০ ওভার হাতে পাবে। যদি বৃষ্টির কারণে রিজার্ভ ডেতেও ম্যাচের ফলাফল ঘোষণা করা না যায়, তাহলে তা বাতিল হয়ে যাবে এবং উভয় দলই এক পয়েন্ট করে পাবে।