যশোরে বিএনপির ৮৫ নেতাকর্মীর বিরুদ্ধে চার্জশিট
অনলাইন ডেস্ক:
যশোরের অভয়নগরে নাশকতা মামলায় বিএনপির ৮৫ নেতাকর্মীকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে পুলিশ। মঙ্গলবার তদন্ত শেষে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্ত কর্মকর্তা এসআই আকরাম হোসেন।
অভিযুক্তরা হলেন- অভয়নগর উপজেলার গুয়াখোলা গ্রামের আসাদুজ্জামান জনি, রাজঘাটের আকরাম হোসেন কুরাইশি, মাসুম বিল্লা, বাগদা গ্রামের আনিসুর রহমান, মামুন বিশ্বাস, মাসুদ পারভেজ সাথী, সাদ্দাম হোসেন, পাকইপাড়া গ্রামের মাহফুজুর রহমান ইউসুফ, পায়রা গ্রামের তানভীর আহম্মেদ, বাঘুটিয়া গ্রামের ইকবাল হোসেন, কোটা গ্রামের ইমদাদুল হক মীর, সাইদুল ইসলাম, চলিশিয়া গ্রামের আব্দুল্লাহ মারুফ, গুয়াখোলা গ্রামের নয়ন হোসেন, সালমান, হাসান শেখ, মামুন হোসেন, নওয়াপাড়ার এসএম রাজিবুল আলম, বুইকারা গ্রামের নুর হাবিব শিকদার, বাকিউল্লাহ, সাইফুল ইসলাম, আব্দুস সালাম, সমশপুর গ্রামের জিএম শামিম, কাদিরপাড়া গ্রামের শাহিন রেজা, চন্দ্রপুর গ্রামের হিরন শিকদার, বাগদাহ গ্রামের তরিকুল গাজী, একতারপুর গ্রামের এনামুল হক, কাদিরপাড়া গ্রামের জাহাঙ্গীর গোলদার, বারান্দী গ্রামের জাহিদুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, পায়রা গ্রামের ওলিয়ার মোল্লা, ধোপাদী গ্রামের আসাদুজ্জামান ইমন, পাইকপাড়া গ্রামের আলামিন শেখ, বিভাগদি গ্রামের ইমরান মোল্লা, আদিলপুর গ্রামের বাওয়া, শ্যামনগর গ্রামের নাজিম শেখ, গোবিন্দপুর গ্রামের জলিল, শুভরাড়া গ্রামের ইউসুফ গাজী, বাশুয়াড়ি গ্রামের ইকবাল সরদার, হিদিয়া গ্রামের রবিউল কাজী, কাজী গোলাম হায়দার ওরফে ডাব্লিউ কাজী, নাউলি গ্রামের রেজোয়ান, রুবেল শেখ, মুন্না শেখ, রেজাউল শেখ, নওয়াপাড়ার সম্রাট হোসেন বাবু, শংকরপাশা গ্রামের ফারুক মোল্লা, সিদ্দিপাশা গ্রামের ফারুক মোল্লা, খন্দকার আবুল কাশেম, আব্দুল মান্নান মাস্টার, পায়রা মধ্যপাড়ার আব্দুল্লাহ, বালিয়াডাঙ্গা গ্রামের আলতাফ হোসেন, ধোপাদী নতুন বাজারের আসলাম সরদার, চলিশিয়া গ্রামের মিলন মোল্লা, বাগদাহ গ্রামের হাফিজুর রহমান, হাবিবুর রহমান, পাইকপাড়া গ্রামের আব্দুল গাজী, রানাগাতি গ্রামের সুফিয়ান শেখ, রামনগর গ্রামের নুর ইসলাম শেখ, বাবুল মোল্লা, বাগদাহ গ্রামের গোলাম রসুল, শংকরপাশা গ্রামের নাসির উদ্দিন, বালিয়াডাঙ্গা গ্রামের ইকবাল হোসেন, দেয়াপাড়া গ্রামের শের আলী, ধুলগ্রামের আবুল শেখ, কাদিরপাড়া গ্রামের ইমান গাজী, বর্নি গ্রামের এস্তোফা ফকির, গোপিনাথপুর গ্রামের জালাল উদ্দিন, জাহাঙ্গীর আকুঞ্জি, আব্দুস সালাম, হিদিয়া গ্রামের আবুল কালাম আজাদ, এমদাদুল হক, সিদ্দিকুর রহমান, নওয়াপাড়ার সাইফুল ইসলাম টুটুল, বাগদাহ গ্রামের মোহাম্মদ আলী বেগ সোনা, ভাটপাড়া গ্রামের আক্তার মোল্লা, সিদ্দিপাশা গ্রামের আব্দুল হক মহলদার, রবিউল শেখ, নাসির উদ্দিন মিলন, হিদিয়া গ্রামের বাবুল মোড়ল, ইউনুস শেখ, নাউলি গ্রামের জিয়াউর রহমান, সিংগাড়ী গ্রামের আলিম মোল্লা, গাজীপুর গ্রামের মিজানুর রহমান ও বনগ্রামের ফিরোজ আহম্মেদ মিন্টু।
তদন্ত কর্মকর্তা এসআই আকরাম হোসেন জানান, ২০২২ সালের ১ জানুয়ারি বিএনপির ৮৬ নেতাকর্মীদের বিরুদ্ধে অভয়নগর থানায় নাশকতা পরিকল্পনার মামলাটি করেছিলেন এসআই বনি আমিন পাইক। তদন্ত শেষে ৮৫ আসামির বিরুদ্ধে চার্জশিট আদালতে দাখিল করা হয়েছে।