শ্যামনগর গ্রাম পুলিশের হাতে গাঁজা সহ আটক-১
Post Views:
৩৬২
আশিকুজ্জামান লিমন:
শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের কৈখালীতে গ্রাম পুলিশের হাতে গাঁজা সহ আটক-১ ৷
৬ সেপ্টেম্বর ২০২৩ তারিখ সন্ধ্যা ৬ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে গ্রাম পুলিশ মোস্তফা, নুর আলম, বৃষ্ণুপদ কৈখালী এসআর মাধ্যমিক বিদ্যালয়ের পাশ থেকে মুন্সীগঞ্জ ইউনিয়নের মোমিন গাজীর ছেলে আবুল কালাম (২৫) কে আটক করেন ৷ তার কাছ থেকে ২শ ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করেন ৷
পরে ইউপি চেয়ারম্যান শেখ আব্দুর রহিম ও প্যানেল চেয়ারম্যান শেখ শাহিনুর আলমের সহযোগিতায় থানা-পুলিশকে অবগত করলে থানা-পুলিশের এসআই আহাদ ঘটনাস্থলে হাজির হয়ে তাকে থানা হেফাজতে নেন ৷
ইউপি চেয়ারম্যান শেখ আব্দুর রহিম বলেন, আমি বিষয়টি অবগত হওয়ার পর থানা-পুলিশের হাতে তুলে দিয়েছি ৷
শ্যামনগর থানা পুলিশের এসআই আহাদ ঘটনার সত্যতা শিকার করে বলেন, চেয়ারম্যানের মাধ্যমে জানতে পেরে পরিষদ থেকে তাকে থানায় নিয়ে এসেছি ৷ মামলা প্রকৃয়াধীনে রয়েছে ৷