দেবহাটায় ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত
দেবহাটা প্রতিনিধি:
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সনাতন ধর্মের নানা কর্মসূচিতে দেবহাটাতে পালিত হয়েছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী। দিবসটি ঘিরে বুধবার দিনভর নানা কর্মসূচির আয়োজন করেন সনাতন ধর্মাবলম্বীরা। দেবহাটা সদরের পাটবাড়িতে জন্মাষ্টমীর সবচেয়ে বড় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকালে শোভাযাত্রা ও পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মুজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা থানার ওসি বাবুল আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, যুগ্ম সাধারণ সম্পাদক আলী মোর্ত্তজা মো. আনোয়ারুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ প্রমুখ।