কালিগঞ্জে উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক সাজুকে অব্যাহতি
রঘুনাথ খা:
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক সাজেদুল হক সাজুকে অব্যাহতি প্রদান করা হয়েছে। অতীতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাথে সম্পৃক্ততার অভিযোগে তাকে অব্যাহতি দেওয়া হয়। বুধবার উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাষ্টার নরীম আলী মুন্সি ও সাধারণ সম্পাদক এনামুল হোসেন ছোট স্বাক্ষরিত পত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
লিখিত পত্রে জানানো হয়েছে, কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যে কমিটি দেওয়া হয়েছে, সেখানে কুশুলিয়া ইউনিয়নের মহৎপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে সাজেদুল হক সাজুকে শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক করা হয়। এ খবর দলীয় নেতৃবৃন্দের কাছে পৌঁছালে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। পরবর্তীতে দলীয় মিটিংয়ে সর্বসম্মতিক্রমে চাঁদাবাজ, বহুবিবাহ, সাবেক শিবির নেতা, ধর্ষণ মামলার আসামি, পিতা জামায়াত নেতা ও সহিংস মামলার আসামিসহ অসংখ্য অভিযোগ আছে উল্লেখ করে সাজুকে অব্যাহতি প্রদান করে উপজেলা আওয়ামী লীগ। এছাড়া সাতক্ষীরা জেলা ও কেন্দ্রীয় আওয়ামী লীগের নিকট সাজেদুল হক সাজুকে স্থায়ী বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। সাজুকে দলীয় কোন সভা সমাবেশ বা অনুষ্ঠানে আওয়ামী লীগের পদ পদবী ব্যবহার করা ও প্রচার না করা জন্য ওই প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সাতক্ষীরা প্রতিনিধি। তাং-০৬.০৯.২৩ ছবি আছে।
Please follow and like us: