সাতক্ষীরায় মোটরসাইকেলের ব্যাক চেচিস পাইপের ভিতর থেকে ৩১ টি স্বর্ণেরবারসহ দুই চোরাকারবারি আটক
স্টাফ রিপোর্টার:
ভারতে পাচারের সময় সাতক্ষীরা সদরের বৈকারী সীমান্ত সরদার পাড়া এলাকা থেকে ৬কোটি ৩০ লক্ষ ৮৬ হাজার ৪শ ৭৮ হাজার টাকা মূল্যর ৩১টি স্বর্ণের বার এবং দুইটি মোটরসাইকেলসহ মোঃ তুহিন আলী ও মো:সজিব হোসেন নামে দুইজন চোরাকারবারিকে আটক করেছে বিজিবির সদস্যরা।
আটককৃত স্বর্ণের ওজন ৭ কেজি ৩৫৮ গ্রাম ৭০০ মিলি গ্রাম।
বুধবার (৬ সেপ্টেম্বর) সকাল ৭ টায় বৈকারি সীমান্তের সরদার পাড়া
এলাকা থেকে দুটি মোটরসাইকেলের ব্যাক চেচিস পাইপের ভিতর থেকে ৩১ টি স্বর্ণেরবারসহ দুই চোরাকারবারি কে আটক করা হয়।
আটককৃত মোঃ তুহিন আলী(২০) সাতক্ষীরার বৈকারী এলাকার বাবর আলীর ছেলে এবং মো:সজিব হোসেন(২২) একই এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে।
এ ব্যাপারে চোরাকারবারিদের সাতক্ষীরা থানায় সোপর্দ করা হয়েছে। স্বর্ণেরবারগুলো সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
Please follow and like us: