৯ বছর পর সাতক্ষীরা জেলা যুব লীগের আহ্বায়ক কমিটি ঘোষণা
সাতক্ষীরা প্রতিনিধি-
সাতক্ষীরা জেলা যুবলীগের কমিটি বিলুপ্ত করে দীর্ঘ ৯ বছর পর নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (১ সেপ্টেম্বর) যুবলীগের দফতর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদ সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সাংগঠনিক কার্যক্রমে গতি আনতে গঠনতন্ত্রের ধারা ২৩ অনুযায়ী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান খান নিখিল এই সিদ্ধান্ত নিয়েছেন।
আগামী ৯০ দিনের জন্য মিজানুর রহমানকে আহ্বায়ক এবং স ম আব্দুস সাত্তার, কাজী নজরুল ইসলাম হিল্লোল, এস এম মারুফ তানভীর হোসেন সুজনকে যুগ্ম-আহ্বায়ক করে সাতক্ষীরা জেলা যুবলীগের ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করেছেন।
কমিটিতে সদস্যরা হলেন- মীর মহিতুল আলম, সরদার জাকির হোসেন, শেখ নাজমুল ইসলাম, সৈয়দ মহিউদ্দিন হাসেমি তপু, সাইফুল ইসলাম, মনোয়ার হোসেন অনু, শেখ আব্দুর সালাম, জাহিদ হোসেন, রেজা আল আমিন শুভ, হাবিবুর রহমান সবুজ, শেখ তামিম আহমেদ সোহাগ, রবিউল ইসলাম, প্রভাষক মঈনুল ইসলাম, সৈয়দ আমিনুর রহমান বাবু, রেজাউল ইসলাম রেজা, ইমরান হোসেন, বশির আহমেদ।
সাতক্ষীরা জেলা যুবলীগের নতুন আহ্বায়ক কমিটিকে ১ সেপ্টেম্বর থেকে পরবর্তী ৯০ দিনের মধ্যে তাদের অধীনস্ত সব শাখার সম্মেলন শেষ করে সাতক্ষীরা জেলা যুবলীগের সম্মেলন করার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য ২০১৪ সালের ৩০ নভেম্বর সাতক্ষীরা জেলা যুবলীগের কমিটি ভেঙে দিয়ে আব্দুল মান্নানকে আহ্বায়ক ও জহিরুল ইসলাম নান্টুকে যুগ্ম- আহ্বায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করে কেন্দ্রীয় কমিটি।
৯০ দিনের মধ্যে প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন, পৌরসভা এবং উপজেলা কমিটির সম্মেলন সম্পন্ন করে জেলা শাখার সম্মেলন সম্পন্ন করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার কথা ছিল। তবে গত ৯ বছরেও সেটি করতে ব্যর্থ হয় ওই আহ্বায়ক কমিটি।
Please follow and like us: