কলারোয়ায় সাবেক এম.পি হাবিবের ভাবির দাফন সম্পন্ন
কলারোয়া প্রতিনিধি।।
তালা-কলারোয়ার সাবেক সংসদ সদস্য বিএনপির কেন্দ্রীয় নেতা কারারুদ্ধ হাবিবুল ইসলাম হাবিবের ভাবি সুফিয়া খাতুন লিলির দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় কলারোয়া সরকারি হাইস্কুল ফুটবল মাঠে অনুষ্ঠিত জানাজা নামাজে সমবেত মুসুল্লীদের উদ্দেশ্যে কথা বলেন মরহুমার স্বামী বিশিষ্ট পুস্তক ব্যবসায়ী রজিবুল ইসলাম, কলারোয়া উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ মিয়া, দলুয়া শহিদ জিয়া কলেজের সহকারী অধ্যাপক বিএনপি নেতা রবিউল ইসলাম, অধ্যক্ষ আবু বকর ছিদ্দিক, ডা.আসাদুজ্জামান আসাদ, মরহুমার ছোটভাই কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, শোক সন্তপ্ত পরিবারের সদস্য সাইফুল ইসলাম বাবু, কে,এম আশরাফুজ্জামান পলাশ, তানভীর, রুবেল, অনিক প্রমুখ। জানাজা নামাজ পরিচালনা করেন ঝাউডাঙ্গা মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী। দোয়ানুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রভাষক তৌহিদুর রহমান। জানাজা নামাজে বিপুল সংখ্যক মুসুল্লি অংশ নেন। জানাজা শেষে তুলসীডাঙ্গা পারিবারিক কবরস্থানে মরহুমার দাফন সম্পন্ন করা হয়।
এরআগে প্রশাসনের অনুমতি নিয়ে বৃহস্পতিবার ভোরে মৃতের স্বজন তালা-কলারোয়ার সাবেক সংসদ সদস্য বিএনপির কেন্দ্রীয় নেতা কারারুদ্ধ হাবিবুল ইসলাম হাবিব, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রকিব মোল্লা, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন ও সাবেক ছাত্রদল নেতা খালেদ মঞ্জুর রোমেলকে মরদেহ দেখানোর জন্য কারাগারে নেওয়া হয়। স্বজনদের দেখা শেষে মরদেহ কারাগার থেকে কলারোয়ার ফুটবল মাঠে জানাজার উদ্দেশ্যে নিয়ে আসা হয়।
উল্লেখ্য, সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের ভাই রজিবুল ইসলামের সহধর্মিণী কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুলের বোন সুফিয়া খাতুন লিলি (৫৪) বুধবার বিকেল ৪টায় সাতক্ষীরা ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্বামী, ৩ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
Please follow and like us: