যে কারণে দলের সঙ্গে যাননি সাকিব-লিটন
স্পোর্টস ডেস্ক:
ক’দিন পরেই এশিয়া কাপ। সেই লক্ষ্যে শ্রীলংকার উদ্দেশে আজ দুপুরে দেশ ছেড়েছে বাংলাদেশ দল। তবে শেষ মুহূর্তে দলের সঙ্গে যেতে পারেননি লিটন দাস।
রোববার দুপুর ১২টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে টাইগার বাহিনী। তবে জ্বরের কারণে দলের সঙ্গে শ্রীলংকায় উড়াল দেননি লিটন দাস। অবশ্য শারীরিক অবস্থার উন্নতি হলে সোমবার দলের সঙ্গে যোগ দেবেন এ উইকেটরক্ষক-ব্যাটার।
বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস গণমাধ্যমকে বলেন, ‘লিটনের জ্বর এসেছে। তবে ডেঙ্গু পরীক্ষা করে দেখা গেছে ডেঙ্গু নেগেটিভ। সে সুস্থ হলে কাল রওয়ানা হবে। আর যদি তার অসুস্থতা না কমে তাহলে বিকল্প নিয়ে ভাবব আমরা।’
শুধু লিটন দাসই নন, এবাদতের পরিবর্তে জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পাওয়া তানজিম হাসান সাকিবও শ্রীলংকার ফ্লাইটে ছিলেন না। মূলত স্কোয়াড ঘোষণার পর জাতীয় দলে সুযোগ পাওয়ার কারণে টিকিট কাটা হয়নি তার। এ কারণে একদিন পর শ্রীলংকায় উড়াল দিবেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী এ ক্রিকেটার।
রোববার কলম্বো হয়ে ক্যান্ডিতে পৌঁছাবে বাংলাদেশ দল। আগামী ৩১ অগাস্ট ক্যান্ডির পাল্লেকেলে মাঠে শ্রীলংকার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের এশিয়া কাপ মিশন।