শ্যামনগরে আকস্মিক বজ্রপাতে নিহত আব্দুস সাত্তার
শ্যামনগর প্রতিনিধি:
শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের পূর্ব ধানখালী গ্রামে মোঃ আব্দুস সাত্তার (৫৫) নামে এক ব্যক্তি বজ্রপাতে নিহত হয়েছে। শুক্রবার (২৫ আগষ্ট বেলা অনুমানিক সাড়ে ১১টায় বিলে গরুর জন্য ঘাস কাটার সময় আকস্মিক বজ্রপাতে নিহত হন তিনি।নিহতের পরিবারের সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় গরুর জন্য ঘাস কাটার উদ্দেশ্যে পার্শ্ববর্তী বিলে যান। ঘন্টাখানেক পরে বাড়িতে সংবাদ আসে বজ্রপাতে নিহত হয়েছেন তিনি। প্রত্যক্ষদর্শী মোঃ আশরাফ আলী বলেন, নিহত আব্দুস সাত্তারসহ ৪জন বিলে কাজ করছিলেন। বজ্রপাতের শব্দ শুনে তাকাতেই দেখি আব্দুস সাত্তার পড়ে গেছে। পাশে থাকা পতিরাম দাঁড়িয়ে আছে। পতিরামের ছেলে বিশ্বরূপ চিৎকার করে দৌড়াচ্ছে। বিষয়টি দেখে এগিয়ে যেয়ে দেখি আব্দুস সাত্তার মৎস্য ঘেরে আহত হয়ে পড়ে আছে।পরবর্তীতে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যাই। তার বুকে ও ঘাড়ে তাপে পুড়ে গেছে বলেও জানান আশরাফ। ঘটনার সময় সাত্তারের পাশে থাকা পতিরাম বলেন, বিকট শব্দের পর আমি কিছুই বলতে পারিনা। যখন জ্ঞান ফিরেছে তখন দেখি সাত্তার মারা গেছেন। মৃত্যু কালে তিনি ৪কন্যা সন্তান স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। নিহত আব্দুস সাত্তারের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।