প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন সাতক্ষীরার ফ্রি ব্লাড ক্যাম্পিং
জহর হাসান সাগর:
হাসুক রোগী বাচুক প্রাণ আমরা করব স্বেচ্ছায় রক্তদান এই স্লোগানকে সামনে রেখে প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন সাতক্ষীরা খুলনা শাখা (০৫) এর উদ্দ্যগে ০৬ তম, ফ্রি ব্লাড ক্যাম্পিং এবং মেডিকেল টিম অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ আগষ্ট ) সকাল ১০ টা থেকে বেলা ৪ টা পর্যন্ত ফুলবাড়ি গেট, খানাবাড়ি,,শহীদ মিনার চত্বর খুলনায় ব্লাড গ্রুপ নির্ণয়। বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও প্রেসার নির্ণয়। স্বেচ্ছায় রক্তদানের উপকারিতা, মাদকদ্রব্য প্রতিকার, শিশু শ্রম এবং বাল্যবিবাহ ইত্যাদি বিষয় সচেতনায় পরামর্শ প্রদান করা হয় স্থানঃ- এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত হয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করিয়েছেন।
প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন সাতক্ষীরা খুলনা শাখা ০৫ -এই সংগঠনটি বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীসহ সমাজের বিভিন্ন স্তরের তরুণ-তরুণী নিয়ে গড়ে উঠেছে। যাদের একমাত্র লক্ষ্য মানব সেবা। একঝাক তরুণ-তরুণী ও শিক্ষার্থীদের মানবসেবার এই কার্যক্রমে এলাকাবাসী খুবই আপ্লুত,
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খানারাড়ি যুবসংগ ক্লাব ও লাইব্রেরি সভাপতি: লাভলু হোসেন। খানারাড়ি যুবসংগ ক্লাব ও লাইব্রেরি সাধারণ সম্পাদক: লিটন হোসেন অনুষ্ঠানের উপস্থিত বক্তব্য বলেন, এমন উদ্যোগ সত্যিই প্রশংসার দাবিদার। আজ তারা এই এলাকার তরুণদের সামনে এক বড় উদাহরণ সৃষ্টি করে গেল। এমন স্বেচ্ছাসেবী সংগঠন আরো সৃষ্টি হলে এলাকার মানুষ আরো বেশী উপকৃত হবে। তাদেরকে অনুসরণ করে ভবিষ্যতেও তরুণরা এমন মহৎ উদ্যোগ আরও বেশি বেশি গ্রহন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন।
সংগঠনের প্রধান উদ্যোক্তা শাহিন তালুকদার আরোও উপস্থিত ছিলেন, মুজাহিদ হোসেন,আসিব, জিল্লুর,পিয়াস,রিয়াজ
আফরোজা, সুমাইয়া, আসাদ শেখ, মেহেদী হোসেন, ফাইজুল ইসলাম,মোহনা, খাদিজা, সাকিব, সুমন,অন্তরা, শেখ রাইসুল আরো অনেক ব্যক্তিবর্গ ।
Please follow and like us: