১৩ দিন ধরে নিখোঁজ সাতক্ষীরার কৃষক জনাব আলীর সন্ধান মেলেনি!
নিখোঁজের ১৩ দিনেও কৃষক জানাব আলীর ( ৪৭) সন্ধান মেলেনি। পরিবারের একমাত্র উপর্জনক্ষম ব্যক্তি নিখোঁজের পর সংসার সঠিকভাবে চালাতে পারছেনা স্ত্রী সাজিদা খাতুন।বাবাকে হারিয়ে নির্বাক ও দুশ্চিন্তায় প্রতিটা ক্ষণ পার করছে এক ছেলে ও দুই মেয়ে । এ ব্যাপারে সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
জনাব আলী সাতক্ষীরা সদর উপজেলার ৫ নং শিবপুর ইউনিয়নের ঝিটকি গ্রামের মৃত খোদাবক্স সরদারের ছেলে ।
জনাব আলীর বড় ভাই গোলাম বারী জানান,ঝিটকি ক্লিনিক মোড় থেকে রাত দশটার দিকে বাড়ি ফিরে তার ভাই। রাত ১০:১৫ মিনিটে তিনটা মোটরসাইকেলে পাঁচজন লোক এসে জনাব আলীকে ডাকে। কিছুক্ষন পর তাকে নিয়ে মটরসইকেলগুলো পশ্চিম দিকে চলে যায়। মধ্যরাতে তাকে ফোন দিলে তার ফোন বন্ধ পাওয়া যায়।পরিবারের পক্ষ থেকে শুরু হয় খোঁজাখুঁজি।তেরদিন ধরে তার কোন সন্ধান দিতপ পারেনি পুলিশ। চরম উৎকন্ঠার মধ্য দিয়ে দিন পার করছে পরিবারটি। তবে জনাব আলী কৃষি কাজের পাশাপাশি মৎস্য ব্যবসার সাথে যুক্ত ছিল। তবে সীমান্তবর্তী ঘোনা বাজারের নওরীন ফিশ এর মালিক হুমায়ুন কবীর ও হাফিজুলের কাছে জনাব আলী দুই লাখ টাকা পেতো। ওই পাওনা টাকা চাওয়া নিয়ে জনাব আলীর সাথে হুমায়ুন কবীরের সম্পর্ক ভালো যাচ্ছিল না।
ইউপি সদস্য গ্রাম ডাক্তার সন্তোষ কুমার জানান, জনাব আলী নিখোঁজ হওয়ার পর তার পরিবার আমাকে জানায়। তবে আমি ঢাকায় অবস্থান করার কারণে আমি থানায় একটি সাধারণ ডায়েরি করার পরামর্শ দেই।
জনাব আলীর স্ত্রী সাজেদা খাতুন জানান,কয়েকজন লোক এসেছিল।তবে কারা এসেছিল জানি না।কিন্তু অনেকদিন ধরে মাছের ব্যবসার টাকা নিয়ে ফোনে রাগারাগি করত। নিখোঁজ হওয়ার পর পরিবারের কষ্টের সীমা নেই। নির্ঘুম রাত পার করছি। আশায় আছি।সে কখন বাড়ি ফিরে আসে। এ ব্যাপারে আমি বাদী হয়ে গত ৭ আগষ্ট সাতক্ষীরায় থানায় একটি সাধারণ ডায়েরি করেছি। যার নাম্বার ৩৭১।
তবে স্থানীরা জানান,জনাব আলী চুরি ও মাদক ব্যবসার সাথে জড়িত ছিল। সেকারণে তাকে স্থানীয় পর্যায়ে বিচারের সম্মুখীন হতে হয়েছে।
শিবপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম জানান, সংবাদ পেয়ে তাদের বাড়ি গিয়েছি। তাদেরকে সান্ত্বনা দিয়েছি। আত্মীয়-স্বজনের বাসায় খোঁজ করার এবং থানায় সাধারণ ডায়েরি করার পরামর্শ দিয়েছি। তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছি।
সাতক্ষীরা সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিদুল ইসলাম জানান, একটি সাধারণ ডায়েরি পেয়েছি। আমরা অতি দ্রুত থাকে খুঁজে বের করার জোর চেষ্টা চালিয়ে যাচ্ছি।