বাবা হচ্ছেন শান্ত
স্পোর্টস ডেস্ক:
সবশেষ বিপিএলে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে ছিলেন নাজমুল হোসেন শান্ত। এরপরই জাতীয় দলে ভরসার নাম হয়ে ওঠেন তিনি। টাইগার স্কোয়াডে সুযোগ পেয়ে ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও আফগানিস্তানের বিপক্ষে নিজেকে মেলে ধরেন এ বাঁ-হাতি ব্যাটার।
ধারাবাহিক পারফর্ম করে আসন্ন এশিয়া কাপের স্কোয়াডেও জায়গা করে নিয়েছেন শান্ত। তবে এশিয়া কাপের আগেই ভক্তদের সুখবর দিয়েছেন তিনি। দাম্পত্য জীবনে প্রথমবারের মতো বাবা হতে চলেছেন টাইগারদের এ টপ অর্ডার ব্যাটার।
সম্প্রতি ফটো ও ভিডিও শেয়ারিং হ্যান্ডেল ইন্সটাগ্রামে শান্তর স্ত্রীর বেবি বাম্পের কিছু ছবি ভেসে বেড়াতে দেখা যায়। যেখানে শান্তর পাশাপাশি দেখা যায় জাতীয় দলের কয়েকজন ক্রিকেটারের স্ত্রীকেও। যাদের মধ্যে ছিলেন তাইজুল, মিরাজ, সাদমান ও আফিফ পত্নীদের।
প্রসঙ্গত, ২০২০ সালের ১১ জুলাই বিয়ের পিড়িতে বসেন নাজমুল হোসেন শান্ত-সাবরিন রত্না জুটি। আর এবার তাদের কোল জুড়ে আসছে নতুন অতিথি।
Please follow and like us: