বড়দলের বাইনতলা রাস্তা পানিতে নিমজ্জিত!
জি এম মুজিবুর রহমান, আশাশুনি:
আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের বাইনতলা রাস্তার বেহায় দশায় জনভোগান্তি চরম আকার ধারণ করেছে। দীর্ঘদিন রাস্তাটি সংস্কার না করায় বৃষ্টির পানিতে নিমজ্জিত হয়ে গেছে। রাস্তা চলাচল অনুপযোগি হওয় পড়ায় মানুষ বাড়ি থেকে বের হতে কষ্টকর পরিস্থির মুখে পড়ছে।
বাইনতলা গ্রামের বিজন মন্ডলের বাড়ি হতে হরষিত মন্ডলের বাড়ি পর্যন্ত মাটির রাস্তাটি দীর্ঘদিন সংস্কার করা হয়নি। ফলে রাস্তাটি নিচু হয়ে আছে। গত কয়েকদিনের বৃষ্টির কারনে রাস্তাটি তলিয়ে গেছে। ফলে সরকার পাড়া ও বৈদ্য পাড়াসহ আশেপাশের মানুষ এক প্রকার পানিবন্দী হয়ে পড়েছে। এ পরিস্থিতি এবছরে নতুন নয়, প্রতি বছরই বৃষ্টির মৌসুমে রাস্তা বৃষ্টির পানিতে তলিয়ে যায়। ইউনিয়ন পরিষদ বা উপজেলা পরিষদের পক্ষ থেকে বা অন্য কোন তহবিল ও কোন এনজিও’র পক্ষ থেকে রাস্তা সংস্কারে এগিয়ে আসা হয়নি। ফলে প্রতি বছর বৃষ্টির সময় মানুষের দুর্ভোগের অন্ত থাকে না। প্রতি নির্বাচনের সময় জনপ্রতিনিধিরা রাস্তা সংস্কারের প্রতিশ্রæতি দিলেও পরবর্তীতে কেউে খাজ খবর নেননি। সংস্কারের অভাবে রাস্তার বিভিন্ন স্থানে ভাঙ্গনের সৃষ্টি হয়েছে। বর্ষা মৌসুম শেষ হলেও শুকনোর সময় রাস্তা দিয়ে চলাচল করা হুমকিপূর্ণ হয়ে ওঠে। ইউপি চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, এমপি মহোদয়দয় উর্দ্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগি এলাকাবাসী।