মেজর লিগে যে রেকর্ড শুধুই মেসির
স্পোর্টস ডেস্ক:
কাতার বিশ্বকাপে সোনালি জাদুর ট্রফি উঁচিয়ে ধরেছেন লিওনেল মেসি। এরপর তিক্ত অভিজ্ঞতা নিয়ে প্যারিস ছাড়েন তিনি। এখন মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামির জার্সি গায়ে তুলেছেন। ক্লাবটিতে অভিষেক হওয়ার পর থেকেই একের পর এক নতুন রেকর্ড গড়ছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এ অধিনায়ক।
ইন্টার মায়ামিতে নাম লেখানোর আগে অনেকে ভেবেছিলেন মেসি পুরোনো ঠিকানা বার্সেলোনায় ফিরবেন। কিন্তু সবার কল্পনাকে তুড়ি মেরে মেজর লিগে পাড়ি দেন এলএমটেন।
স্প্যানিশ ক্রীড়াভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম মার্কার প্রতিবেদনে বলা হয়, মার্কিন মুলুকে শুরুটাও রাজার মতোই করেছেন লিও। নতুন কোচ টাটা মার্টিনোর অধীনে রাজকীয় পারফর্ম করে যাচ্ছেন ৩৬ বছর বয়সী মেসি।
রাজসিক অভিষেক থেকে শুরু করে এখন পর্যন্ত মাত্র ৪ ম্যাচ খেলেছেন আলবিসেলেস্তে মহানায়ক। এতেই বাজিমাত! করে ফেলেছেন ৭ গোল। এর আগে এমএলএস ইতিহাসে এই রেকর্ড আর কেউ গড়তে পারেননি।
শুধু তাই নয়, ইউএস ক্যারিয়ারের সূচনা থেকে টানা ৩ ম্যাচেই গোল করেছেন মেসি। প্রত্যেকটিই আবার ম্যাচ শুরুর কেবল ৮ মিনিটের আগেই। এমএলএসে যে নজির আর নেই।