নারী কিসে আটকায় এমন প্রশ্নের উত্তর দিলেন ঢালিউড অভিনেত্রীরা
বিনোদন ডেস্ক:
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও সোফি গ্রেগরি বিবাহ বিচ্ছেদের ঘোষণা দেন। তাদের এই বিচ্ছেদ ঘোষণার পর সম্প্রতি একটি পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে লেখা, জাস্টিন ট্রুডোর ক্ষমতায়, বিল গেটসের টাকায়, ফুটবলার হাকিমির জনপ্রিয়তায়, হুমায়ন ফরিদীর ভালোবাসায়, তাহসানের কন্ঠে কিংবা হৃতিক রোশানের স্মার্টনেসে। কোনও কিছুই নারীকে আটকাতে পারেনি। বলতে পারবেন নারী আসলে কিসে আটকায়?
এমন প্রশ্নের সহজ-সরল উত্তর দিয়েছেন ঢালিউডের জনপ্রিয় এবং আলোচিত অভিনেত্রীরা। অপু বিশ্বাসের মতে, নারীরা প্রথমত আটকায় ভালোবাসায়। ভালোসার বন্ধনে নারী আটকে যায়। এরপর বিশ্বাস আর সম্মানে সম্পর্ক টিকে থাকে। একটি সম্পর্কে এগুলো যখন থাকবে না তখন অন্য কিছু দিয়ে আটকে রাখা সম্ভব নয়।
টাকা কিংবা ক্ষমতার মোহ শুধু নারীর নয়, পুরুষেরও থাকে। তবে আমি মনে করি এটা নির্দিষ্ট একটা সময়ের জন্য। এরপর মোহ ভঙ্গ হয়। কিন্তু ভালোবাসা, বিশ্বাস আর সম্মান থাকলে সে সম্পর্ক কখনও নষ্ট হয় না। বলেন এই চিত্রনায়িকা।
অভিনেত্রী ইয়ামিন হক ববির মত ভিন্ন। তিনি বলেন, মায়ায় নারী আটকে থাকে। মায়ার টানে দুজনের সম্পর্ক টিকে থাকে। এটি যখন উঠে যায় তখন অন্য কিছুর জন্য সম্পর্ক থাকে না। নারী মায়ায় আটকে যায়।
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া লিখেছেন, একটি মেয়ে একটি সম্পর্ক থেকে শুধু ভালোবাসা, যত্ন এবং স্নেহ চায়। আর কিছু না।
অন্যদিকে অভিনেত্রী তমা মির্জার মতে, নারীর কমিটমেন্ট অনেক শক্তিশালী। আমি মনে করি কমিটমেন্ট আর ভালোবাসায় নারী আটকে যায়।’
এদিকে নারী কিসে আটকায় এ প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়েছেন ছোট ও বড় পর্দার অভিনেত্রী সোহানা সাবা। তিনি লিখেছেন, ছেলে হোক আর মেয়ে শুধু শুধু কাউকে আটকানোর চেষ্টা করবেন না। এসব খুব ক্ষ্যাত আলোচনা। যাকে ভালোবাসেন, তাকে শুধু নিঃস্বার্থের মতো ভালোবেসে যান, তাহলে সে সেই আরামের ঘর ছেড়ে আর কোথাও যাবে না।’ অর্থাৎ এই নায়িকার ভাষ্য মতে নারী শুধু ভালোবাসায় আটকায়।