এইচএসসি পেছানোর দাবি, ‘আইসিটি’ বাতিল চায় শিক্ষার্থীরা
নিউজ ডেস্ক:
আগামী ১৩ আগস্ট শুরু হওয়ার কথা রয়েছে এইচএসসি ও সমমান পরীক্ষা। আসন্ন এই পরীক্ষার তারিখ পেছনের দাবিতে বিক্ষোভ মিছিল নিয়ে রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে সড়কে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা।
সোমবার (৭ আগস্ট) দুপুর দেড়টার দিকে শাহবাগ থেকে মিছিল নিয়ে সায়েন্সল্যাব মোড়ে এসে জড়ো হয় তারা।
এ সময় শিক্ষার্থীরা চার দফা দাবি জানায়। এসব দাবি নিয়ে ঢাকা শিক্ষা বোর্ডের দিকে অগ্রসর হচ্ছে শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের দাবিগুলো হচ্ছে-
১. ৫০ মার্কের পরীক্ষা নিতে হবে।
২. পরীক্ষা দুই মাস পিছিয়ে দিতে হবে।
৩. ডেঙ্গু পরিস্থিতিতে পরীক্ষা নয়।
৪. পরীক্ষা থেকে আইসিটি সাবজেক্টটি বাদ দেওয়া।
Please follow and like us: