ডুমুরিয়ায় শিশুর পুষ্টি পরিস্থিতি উন্নয়নে অংশীজনদের করনীয় বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় ৫ বছরের নিচের শিশুর পুষ্টি পরিস্থিতি উন্নয়নে অংশীজনদের করনীয় বিষয়ক সেমিনার গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা শিল্প কলা একাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। উপজেলা সিএসও ফোরাম রাইট টু গ্রো প্রকল্পের আয়োজনে ও দি হাঙ্গার প্রজেক্ট এর সহযোগিতায় সেমিনারে প্রধান অতিথি’র বক্তব্য দেন সাবেক মন্ত্রী নারায়ন চন্দ চন্দ এমপি, বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এজাজ আহম্মেদ, উপজেলা নির্বাহী অফিসার, শরীফ আসিফ রহমান, উপজেলা সিএসও ফোরাম রাইট টু গ্রো প্রকল্পের সভাপতি এস এম মেসবাহুল আলম টুটুল এর সভাপতিত্বে সেমিনারে আরো উপস্থিত ছিলেন প্রকল্পের উপজেলা সম্বনয়কারী ,ইউপি চেয়ারম্যান সুরজিৎ বৈধ্য,গাজী হুমাউন কবির বুলু, এম জহুরুল হক, অধ্যক্ষ সমারেশ মন্ডল, জেলা পরিষদ সদস্য হাসনা হেনা, ভাইন্স চেয়ারম্যান শারমিনা পারভীন রুমা, প্রেস ক্লাবের সভাপতি এস এম জাহাঙ্গীর আলম, মাধ্যমিক শিক্ষা অফিসার দেবাশিষ বিশ্বাস, সমাজ সেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আরশাফ হোসেন,মহিলা বিষয়ক কর্মকর্তা রিনা মজুমদার, আবাসিক মেড়িকেল অফিসার ডা: নাইম আহম্মেদ, উপস্থিত সিএসও সদস্য আশিষ কবিরাজসহ দি হাঙ্গার প্রকল্পের কর্মকর্তাবৃন্দ।
Please follow and like us: