মুক্তির ৪ মাস আগে জেল থেকে পালালেন, পেলেন আরও ৪০ বছরের সাজা
আন্তর্জাতিক ডেস্ক:
আর মাত্র চার মাসের অপেক্ষা… এরপরই দীর্ঘ ৭ বছরের সাজা ভোগ শেষে সংশোধনমূলক জেল থেকে মুক্তি পেতেন যুক্তরাষ্ট্রের মিসিসিপির ২১ বছর বয়সী এক যুবক। তবে সেই ৪ মাস অপেক্ষা না করে জেল থেকে পালিয়েছিলেন তিনি। আর জেল পালানোর অপরাধে এই যুবককে দেওয়া হয়েছে আরও ৪০ বছরের সাজা। মানে এখন জীবনের বেশিরভাগ সময় তাকে জেলেই কাটাতে হবে।
সংবাদমাধ্যম স্কাই নিউজ বুধবার (২ আগস্ট) জানিয়েছে, সানেকদ্রিক হাফম্যান নামের ওই যুবক ২০২২ সালের ২ আগস্ট মিসিসিপি সংশোধন কেন্দ্র (জেল) থেকে পালিয়ে যান। এরপর তিনি জেলের কাছের একটি বাড়িতে গিয়ে তিন ব্যক্তিকে বন্দুকের মুখে কয়েক ঘণ্টা জিম্মি করে রাখেন। এরপর এক জিম্মির গাড়ি চুরি করে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে ওই গাড়িটি আবার দুর্ঘটনার কবলে পড়ে।
জেলে থেকে পালানোর পরই তাকে খুঁজতে অভিযান শুরু করে কর্তৃপক্ষ। তাকে তারা কয়েক ঘণ্টা পর মিসিসিপির হোয়াইটফিল্ডের রাজ্য হাসপাতালের ময়লার বিনের ভেতর খুঁজে পান। হাসপাতালটি জেল থেকে মাত্র ৩ দশমিক ২ কিলোমিটার দূরে অবস্থিত।
জেল পালানো ওই যুবককে কিশোর অবস্থায় আটক করা হয়েছিল। তিনি সাত বছরের সাজা ভোগ করছিলেন। সেই সাজা ভোগ শেষে ২০২২ সালের ডিসেম্বরে তার মুক্তি পাওয়ার কথা ছিল। মানে মুক্তি থেকে মাত্র ৪ মাস দূরে ছিলেন তিনি।
তবে এই অল্প সময় আগে তিনি কেন পালানোর চেষ্টা করলেন সেটির কারণ জানা যায়নি।