শ্যামনগর এলজিইডি অফিসের তত্ত্বাবধানে বিভিন্ন সড়কে বৃক্ষরোপন কর্মসূচি পালিত
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি।
“অন্ধ ভূমিগর্ভ হতে শুনেছিলে সূর্যের আহ্বান প্রাণের প্রথম জাগরণে, তুমি বৃক্ষ আদিপ্রাণ” এই স্লোগানকে সামনে রেখে শ্যামনগর উপজেলায় এলজিইডি অফিসের তত্ত্বাবধানে বিভিন্ন সড়কে বৃক্ষরোপন কর্মসূচি-২০০৩ পালিত হয়েছে। ২৭ জুলাই বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা প্রকৌশলীর কার্যালয় (এলজিইডি) অফিসের আয়োজনে খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা পল্লি অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার ঈশ্বরীপুর ইউপি-পরানপুর হাটখোলা ভায়া রমজাননগর, দৈর্ঘ্য: ৩ কিলোমিটার মিটার সড়কে ২২০০ পিছ ফলজ, বনজ ও ঔষধী বৃক্ষরোপন কর্মসূচিত পালিত।
উপজেলা প্রকৌশলী মোঃ জাকির হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে গ্রামীণ সড়কে বৃক্ষ রোপণ কার্যক্রম উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম.আতাউল হক দোলন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরীপুর ইউপি চেয়ারম্যান এ্যাডঃ জি এম শোকর আলী, সমাজসেবক জামাত আলী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের বাস্তবায়নে গ্রামীন সড়কে বৃক্ষরোপন করায় সবুজ বনায়ন বৃদ্ধি পাবে, কার্বন ডাই অক্সাইড হ্রাস পাবে, বাতাসে অক্সিজেনের মাত্রা বৃদ্ধি পাবে, উষ্ণতা কমবে, সড়কের সেলফ প্রোটেকশন ও স্থায়িত্ব বাড়বে। এই বৃক্ষরোপন করায় স্থানীয় গ্রামবাসীও বৃক্ষ রোপণে আগ্রহী হবে। এমন মহৎ উদ্যোগ গ্রহণ করায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন স্থানীয় সুধী মহল।