কলারোয়ায় শ্রেষ্ঠ তিন মৎস্য চাষীকে ক্রেষ্ট প্রদান
কলারোয়া প্রতিনিধি
সাতক্ষীরার কলারোয়ায় ৪০০০ হাজার মৎস্য চাষীর মধ্যে এবার ২০২২-২০২৩সালে উপজেলায় ৩জন মৎস্য চাষীশ্রেষ্ট চাষী হিসেবে ক্রেষ্ট পেয়ে নির্বাচিত হয়েছে। মঙ্গলবার (২৫জুলাই) সকালে উপজেলা পরিষদ হলরুমে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে এক আলোচনা সভায় ওইক্রেষ্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন-উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন-সিনিয়র উপজেলা মৎস্য অফিসাররবিন্দ্র নাথ মন্ডল। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন-উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডা: সাইফুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আবুলহোসেন মিয়া, মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মস্তাফিজুর রহমান, উপজেলা যুব উন্নয়ন অফিসার নির্মল কুমার, ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা হালিমা খাতুন, উপজেলা মৎস্য অফিসের মেরিন ফিশারিজ অফিসার কুমার প্রসূন দাস, উপজেলা মৎস্য সমিতির সভাপতি বিমল পোদ্দার, উপজেলা মৎস্য ব্যবসায়ী এনায়েত খান টুনটু, উপজেলা মৎস্য হ্যাচারি মালিকমেহেদী হাসান জুয়েল প্রমুখ। আলোচনা সভা শেষে মাছ চাষে বিশেষ অবদানের জন্য প্রান্তিক মৎস্য চাষী মেহেদী হাসান জুয়েল, আ: হক ও একড়া গলদা কাপ-মিশ্র চাষী ক্লাষ্টার জালালাবাদকে উপজেলায় শ্রেষ্ঠ মাছ চাষী হিসাবে ক্রেষ্ট প্রদান করা হয়। উল্লেখ্য-উপজেলায় ৪০০০হাজার মাছ চাষীদের মধ্যে এবার ২০২৩সালে ৩জন মৎস্য চাষীকে শ্রেষ্ঠ চাষী হিসাবে এ বিরল সম্মননা দেয়া হয়েছে।