সাতক্ষীরায় জেলাব্যাপী একদিনে একযোগে ১ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
আসাদুজ্জামান:
“গাছ লাগান, পরিবেশ বাঁচান ” এই প্রতিপাদ্যকে
সামনে রেখে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৩’ উপলক্ষে সাতক্ষীরা জেলায় বৃক্ষ
সম্পদ বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য সংরক্ষণের লক্ষ্যে জেলাব্যাপী একদিনে একযোগে
এক লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসনের
আয়োজনে রবিবার (২৩ জুলাই) সকাল সাড়ে ১০ টায় কালেক্টরেট পার্কে এ
বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন, সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ
হুমায়ুন কবির।
এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার মন্ত্রানালয় সাতক্ষীরা উপ-
সচিব মাশরুবা ফেরদৌস, সাতক্ষীরার সিভিল সার্জন ডাঃ সবিজুর রহমান,
অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ
মঈনুল ইসলাম মঈন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী আরিফুর রহমান, জেলা
তথ্য অফিসার জাহারুল ইসলামসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
জেলা প্রশাসক বলেন, জেলাব্যাপী একদিনে একযোগে এক লক্ষ বৃক্ষরোপণ
কর্মসূচি সফল করতে জেলা ও উপজেলা পর্যায়ের সকল সরকারি-বেসরকারী
প্রতিষ্ঠান, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ, শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল প্রতিষ্ঠান
একযোগে কাজ করছে।