ঝালকাঠিতে বাস উল্টে পুকুরে পড়ে ১৫ জন নিহত
ডেক্স নিউজ:
ঝালকাঠি সদর উপজেলার ছত্রকান্দা এলাকায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে নিহত বেড়ে দাঁড়িয়েছে ১৫ জনে। এ সময় ২০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে বাস চালানোর সময় চালক মোবাইলে কথা বলছিলেন বলে জানিয়েছেন আহত এক যাত্রী।
শনিবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি। নিহতদের মধ্যে আটজন নারী, ছয়জন পুরুষ ও দুজন শিশু ছিল। উদ্ধার অভিযান এখনো চলছে।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন অফিসার ডা. জহিরুল ইসলাম।
আহত এক যাত্রী জানান, বাসটি চালানোর সময় মোবাইলে কথা বলছিলেন চালক। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে সড়কের পাশে পুকুরে পড়ে যায়। বাসে প্রায় অর্ধশতাধিক যাত্রী ছিল।
ঝালকাঠি জেলা পুলিশ সুপার (এসপি) আফরুজুল হক টুটুল বলেন, খুলনা থেকে ঝালকাঠির উদ্দেশ্যে ছেড়ে আসা বাসটি ছত্রকান্দা এলাকায় আসার পর একটি অটোরিকশাকে পাশ কাটাতে যায়। এ সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি উল্টে সড়কের পাশে থাকা পুকুরে পড়ে যায়।
তিনি বলেন, বিষয়টি জানার পর ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় উদ্ধার অভিযান শুরু করে। এখন পর্যন্ত ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া জীবিত উদ্ধার করা হয়েছে ২০ জনকে। এর মধ্যে বেশ কয়েকজনের অবস্থা শঙ্কাজনক।