ডুমুরিয়ায় অর্ধ কোটি টাকার নকল সার জব্দ, গ্রেফতার এক
আব্দুর রশিদ:
খুলনার ডুমুরিয়ায় টাটা ক্রপ কেয়ার কোম্পানির লোগো ব্যবহার করে অবৈধভাবে নকল সার ও কীটনাশক উৎপাদন এবং বাজারজাত করার অভিযোগে অর্ধ কোটি টাকার নকল সার ও কীটনাশক তৈরির ক্যামিক্যাল উদ্ধার পুর্বক জব্দ তালিকামুলে নিয়মিত একটি মামলা রুজু করা হয়েছে।
বৃহস্পতিবার (২০জুলাই) বেলা ১১টায় ডুমুরিয়া উপজেলার নুরানিয়া ইসলামিয়া ফাযিল (ডিগ্রী) মাদ্রাসার মেইন গেট সংলগ্ন মোহাম্মদ মোড়লের বাড়িতে অবৈধভাবে নকল সার-কীটনাশক উৎপাদন হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে,উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তার সমন্বয়ে ও ডুমুরিয়া থানা পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা পরিচালনা করা হয়। এ সময় আদালত পরিচালনা ডুমুরিয়া করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফ আসিফ রহমান। ভ্রাম্যমান আদালত চলাকালীন সরকারি কাজে বাঁধা প্রদান করায় বাড়ির মালিক নরনিয়া গ্রামের মোহাম্মদ আলী মোড়লের পুত্র মাহবুর রহমান মোড়ল (৪৫) কে ৩ দিনের কারাদন্ড প্রদান করে ও কারখানার মালিক এমডি হেলালকে কারখানায় না পাওয়ায় অর্ধ কোটি টাকার নকল সার ও কিটনাশক তৈরির ক্যামিক্যাল উদ্ধার পুর্বক জব্দ তালিকামুলে জব্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার নুরনিয়া ইসলামিয়া ফাযিল ডিগ্রী মাদ্রাসা সংলগ্ন মোহাম্মদ আলী মোড়লের বাড়ি ভাড়া নিয়ে মেসার্স জেনারেল এগ্রো নামক সাইনবোর্ড ব্যাবহার করে প্রতারক এমডি হেলাল অবৈধ কারখানা স্থাপন করে দীর্ঘ দিন যাবৎ টাটা ক্রপ কেয়ারসহ বাংলাদেশের বিভিন্ন নামিদামি কোম্পানির সিল মোড়ক ব্যাবহার করে আসছিল । নকল সার নিম্নমানের বিপুল পরিমাণ কীটনাশক তৈরি করে মজুদ ও প্যাকেটজাত করে খুলনা সহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলায় বাজারজাত করে আসছিল ।
এ সমস্ত বিষয়ে টাটা ক্রপ কেয়ার কোম্পানির ব্যাবস্থপনা পরিচালক কেশব সাধু বাদি হয়ে ডুমুরিয়া থানায় মামলা দায়ের করেছেন।
Please follow and like us: