তালায় স্বামীকে কুপিয়ে হত্যা চেষ্টার পর জীবনের নিরাপত্তা চেয়ে গৃহবধূর সংবাদ সম্মেলন
জহর হাসান সাগর:
সাতক্ষীরার তালায় স্বামীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা চেষ্টা করা মামলার আসামি মাদক সম্রাট বিদ্যুৎ রায়ের পরিবারের হাত থেকে রক্ষা পেতে পালিয়ে বেড়াচ্ছেন গৃহবধূ শিউলি রায় ও তার পরিবার। উক্ত আসামীর পরিবারের হাত হতে নিস্তার পেতে তালা প্রেসক্লাবের সংবাদ সম্মেলন করেছেন গৃহবধূ শিউলি রায়। শিউলি রায় উপজেলা সদরের মালোপাড়া গ্রামের কৃষ্ণ রায়ের স্ত্রী।
মঙ্গলবার ১৮ ই জুলাই সন্ধ্যায় তালা প্রেসক্লাবের লিখিত সংবাদ সম্মেলনে গৃহবধূ শিউলি রায় বলেন, তালা উপজেলার তালা মালোপাড়া গ্রামের সুরঞ্জন রায়ের ছেলে বিদ্যুৎ রায় (৩০) একজন মাদক ব্যাবসায়ী ও সন্ত্রাসী তার কাছে সবসময় চাইনিজ কুড়াল থাকে এবং তার প্রধান সহকারী একই গ্রামের কানাই বিশ্বাসের ছেলে শ্রীকান্ত বিশ্বাস।
গত ১৬ জুলাই রাত আনুমানিক সাড়ে ৮ টার সময় বিদ্যুৎ রায় তালা মাছ বাজারে শিউলি রায়ের স্বামী শ্রী কৃষ্ণ রায় কে একা পেয়ে পরিকল্পিত ভাবে পারিবারিক ভাবে পূর্ব শত্রুতার জেরে চাইনিজ কুড়াল দ্বারা হত্যার উদ্দেশ্যে মাথার মাঝ বরাবর কোপ মারে। তার স্বামী বর্তমান তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসাধীন আছে। এ ঘটনায় শিউলি রায় বাদি হয়ে ১৭ জুলাই তালা থানায় একটি লিখিত এজাহার দায়ের করেন। তালা থানা পুলিশ এজাহারটি ৩২৩/৩২৬/৩০৭/৩৭৯/১১৪/৫০৬ পি সি -১৮৬০ সাল ধারায় মামলা রুজু করেন। তালা থানা মামলা নাম্বার -৭ ,তারিখ – ১৭-০৭-২০২৩ ইং।
উক্ত মামলার প্রধান আসামি চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী বিদ্যুৎ রায় ও ও তার প্রধান সহযোগী শ্রীকান্ত বিশ্বাসকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেন। ছেলেকে জেল হাজতে পাঠানোর কারণে বিদ্যুৎ রায়ের পিতা সুরজ্ঞন ও মা এবং বোন মামলার বাদী শিউলি রায়ে কে মামলা প্রত্যাহার করতে হুমকি ধামকি দেওয়া ও মামলার স্বাক্ষী দের কে বিভিন্ন অশ্রব্য ভাষায় গালিগালাজ করিতেছে।
এছাড়া মামলার বাদি ও তার কন্যাকে বিদ্যুৎ রায়ের পরিবার এসিড নিক্ষেপ করে পুড়িয়ে ফেলবে বলে পাঁয়তারা করিতেছে। এবং মামলা প্রত্যাহার না করিলে যেকোন সময়ে রাতে বা দিনে কাউকে না কাউকে খুন করিয়া লাশ গুম করিয়া দিবে বিভিন্ন স্থানে প্রচার দিয়ে আসছেন।
শিউলি রায় আরো বলেন, তিনি ও তার মামলার স্বাক্ষীরা এখন নিরাপত্তাহীনতার ভুগছে। যেকোনো সময় এসিড দগ্ধ ও খুন জখম এর স্বীকার হতে পারেন। তিনি তার ও পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তা সহ তার স্বামীকে হত্যার প্রচেষ্টা কারী দের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন।
এসময় কান্নাজড়িত কন্ঠে শিউলি রায় আরো বলেন. থানার পাশে ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এর বাসভবনের আসামীদের বাড়ি। তার পরেও প্রতিনিয়ত বিদ্যুৎ রায় ও তার পরিবারের পক্ষ থেকে মারপিট সহ চরম ক্ষতিগ্রস্ত হচ্ছে কেন ? আমরা বিদ্যুৎ রায় ও তার পরিবেশ জন্য দেশে বসবাস করতে পারবোনা। সর্বোপরি মাননীয় প্রধানমন্ত্রী ও স্বরাষ্টমন্ত্রীর কাছে বিচারের দাবী জানান শিউলি রায়।
Please follow and like us: