আশাশুনিতে সেপটিক ট্যাংক বানানোর কাজ করতে গিয়ে দুই শ্রমিক নিহত
নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরার আশাশুনিতে সেপটিক ট্যাংক নির্মানের কাজ করতে গিয়ে দুই শ্রমিক নিহত হয়েছে। আজ বুধবার (১৯ জুলাই) বিকাল চারটায় কুল্যা ইউনিয়নের মহিষাডাঙা এলাকায় এই ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন একই এলাকার নিমাই সরকারের ছেলে মিলন সরকার (২২) ও বসুদেব বিশ্বাসের ছেলে আশুতোষ বিশ্বাস (৪৫)।
পুলিশ জানায়, নিহতরা মহিষাডাঙা এলাকার নিমাই চন্দ্র বিশ্বাসের বাড়িতে সেপটিক ট্যাংক নির্মানের কাজ করছিলেন। এসময় ট্যাংকের গর্তে কাজ করতে নেমেছিলেন মিলন সরকার। কিন্তু দীর্ঘসময় পার হলেও সে ফিরে না আসায় তাকে খুঁজতে নামেন আশুতোষ বিশ্বাস। তিনিও সেখানে অসুস্থ হয়ে ডাকচিৎকার করলে এলাকাবাসী ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে পুলিশ ও ফায়ারসার্ভিস কর্মীদের চেষ্টায় মিলনকে মৃত ও আশুতোষকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে। এরপর হাসপাতালে নেওয়ার পথে মারা যায় আশুতোষ।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে ট্যাংকের ভেতর অক্সিজেনের ঘাটতি থাকায় দম বন্য হয়ে মারা গেছে ওই দুই শ্রমিক। অভিযোগ না থাকায় মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ব্যাপারে অপমৃত্যু মামলা দায়ের করা হবে।
Please follow and like us: