টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক:
র্যাঙ্কিংয়ের নিচে থাকা কোনো দলের কাছে ওয়ানডে সিরিজ হারেনি বাংলাদেশ। ১৯৯৯ থেকে দ্বিপক্ষীয় সিরিজে যাত্রা শুরু করা বাংলাদেশ সবসময়ই নিজেদের চেয়ে র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা দলগুলোর বিপক্ষে দাপটের সঙ্গেই সিরিজ জিতেছে।
এই দীর্ঘ ২৪ বছরে এবারই প্রথম আফগানিস্তান সেই লজ্জা উপহার দিয়েছে। আইসিসি র্যাঙ্কিংয়ে ৯ নম্বরে থাকলেও সাতে থাকা বাংলাদেশকে টানা দুই ম্যাচে হারিয়ে সিরিজ জিতে নিয়েছে। হোয়াইটওয়াশ এড়াতে তৃতীয় ওয়ানডে নামছে বাংলাদেশ। উত্তাপ ছড়ানোর অপেক্ষায় থাকা এই ম্যাচে টসে হেরেছে বাংলাদেশ দল। ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন আফগানিস্তানের অধিনায়ক হাশমতউল্লাহ শহিদী। ফলে ব্যাট করবেন টাইগার অধিনায়ক। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়।
এ দিন দ্বিতীয় ম্যাচের একাদশ থেকে তিন পরিবর্তন নিয়ে আগে বোলিং করবে বাংলাদেশ। আগের ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন ইবাদত হোসেন, মুস্তাফিজুর রহমান এবং হাসান মাহমুদ। বদলি হিসেবে দলে ফিরেছেন তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ , শরিফুল ইসলাম
গত বছরের মার্চে এই চট্টগ্রামেই বাংলাদেশ আফগানদের বিপক্ষে সিরিজ জিতেছিল ২-১ ব্যবধানে। সিরিজের শেষ ম্যাচ জিতে সেবার হোয়াইটওয়াশ এড়িয়েছিল হাশমতউল্লাহ শাহিদী দল। এবার ঠিক তাঁর উল্টো পরিস্থিতি, অর্থাৎ হোয়াইটওয়াশের শঙ্কা নিয়ে মাঠে নামছে বাংলাদেশ।
বাংলাদেশের একাদশ: মোহাম্মদ নাইম, লিটন দাস (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম।
আফগানিস্তান একাদশ: হাশমতউল্লাহ শাহিদী (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, রশিদ খান, মুজিব-উর-রহমান, ফজল হক ফারুকী ও সেলিম সাফি।