পারুলিয়া ইউপি চেয়ারম্যনের ইমো হ্যাক করে টাকা দাবি
স্টাফ রিপোর্টার:
দেবহাটার পারুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম ফারুক বাবু’র ইমো অ্যাকাউন্ট হ্যাক করে টাকা দাবি করছে একটি প্রতারক চক্র। শুক্রবার এঘটনায় আইনি প্রতিকার চেয়ে দেবহাটা থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু।
সাধারণ ডায়েরীতে লিখিত বক্তব্যে গোলাম ফারুক বাবু বলেছেন, তিনি দীর্ঘদিন ধরে তার ব্যক্তিগত ০১৭১৫৪৪৬৯০১ মোবাইল নাম্বারটিতে স্যোশাল নেটওয়ার্কিং’র ইমো অ্যাপ ব্যবহার করতেন। সম্প্রতি কোন প্রতারক চক্র তার ওই ইমো আইডি হ্যাক করে পরিচিতি বিভিন্ন ব্যাক্তিদের কাছে অর্থ সহায়তা দাবি করছে। যারা তাদের ফাঁদে পা দিচ্ছেন তাদেরকে ০১৮৬৫৬৭৪৪৫০ নাম্বারের বিকাশ অ্যাকাউন্টে টাকা পাঠাতে বলছে ওই প্রতারক চক্র। এতে তার সম্মানহানি ও ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। তিনি এঘটনার প্রতিকার চেয়ে থানায় সাধারণ ডায়েরীসহ প্রতারক চক্রের খপ্পরে না পড়তে সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন।