ফ্রান্সে কারফিউ জারি
আন্তর্জাতিক ডেস্ক:
ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে পুলিশের গুলিতে এক কিশোরের মৃত্যুর জেরে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে ফ্রান্সের রাজধানী প্যারিসসহ বিভিন্ন শহরে।
এমন পরিস্থিতিতে প্যারিসের কয়েকটি এলাকায় বৃহস্পতিবার রাত ৯টা থেকে কারফিউ শুরু হচ্ছে, যা চলবে আগামী সোমবার পর্যন্ত। এদিকে কিশোর হত্যার অভিযোগ অভিযুক্ত ওই পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, ১৭ বছর বয়সী নাহেলকে গুলি করা পুলিশ সদস্যকে এরইমধ্যে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
নানতেরের স্থানীয় প্রসিকিউটর জানান, অভিযুক্ত পুলিশ কর্মকর্তাকে স্বেচ্ছায় হত্যার জন্য আনুষ্ঠানিক তদন্তের আওতায় আনা হয়েছে।
এদিকে বিক্ষোভ থামাতে প্যারিসের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ক্লামার্ট এলাকায় আগামী সোমবার পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে। এছাড়া লিলে শহর থেকেও কিছু গণপরিবহন আজ রাত থেকে বন্ধ করে দেওয়া হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘাতে এ পর্যন্ত কয়েক’শ বিক্ষোভকারী আহত হয়েছেন। বিক্ষোভ নিয়ন্ত্রণের জন্য এরমধ্যে ফ্রান্সজুড়ে মোতায়েন করা হয়েছে ৪০ হাজারেরও বেশি পুলিশ।
ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ বিক্ষোভের প্রথম দিন এ ঘটনায় পুলিশের নিন্দা জানালেও বিক্ষোভ ক্রমশ তীব্র রূপ নিতে থাকায় তা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে শুক্রবার মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন তিনি।
গত মঙ্গলবার প্যারিসের উপশহর নানতেরে ট্রাফিক বিধি অমান্য করে জোরে গাড়ি চালানোর অভিযোগে নাহেল এম. নামের ১৭ বছর বয়সী এক কিশোরকে গাড়ি থামানোর নির্দেশ দিয়েছিল পুলিশ। কিন্তু নাহেল তা অমান্য করে গাড়ি নিয়ে সরে পড়ার চেষ্টা করলে তাকে লক্ষ্য করে গুলি ছোড়েন পুলিশ সদস্যরা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।