তালায় মস্তিষ্ক বিকৃত গৃহবধূ নিখোঁজ
Post Views:
৩০০
ফারুক সাগরঃ
সাতক্ষীরার তালা উপজেলায় মস্তিষ্ক বিকৃত এক গৃহবধূ তিন ধরে নিখোঁজ রয়েছে। তিনি উপজেলার খলিষখালী ইউনিয়ানের গাছা-বাগডাঙ্গা গ্রামের বিশ্বনাখ মুন্ডার স্ত্রী আরতি রাণী মুন্ডা(২৮)। পারিবারিক জীবনে তিনি এক সন্তানের জননী। অনেক অনুসন্ধানেও তার খোঁজ মেলে নাই। এঘটনায় আরতি রানীর স্বামী বিশ্বনাথ ও তাদের একমাত্র কন্যা সন্তান শুভশ্রী (৭) মায়ের শোকে পাগল প্রায়।
আরতি রানীর স্বামী বিশ্বনাথ মুন্ডা জানান,আমার স্ত্রীর মাথার সমস্যা দীর্ঘদিনের। এর আগেও এমন ঘটনা ঘটেছে। তিনি আরও জানান,আমার স্ত্রীকে যদি কেউ সন্ধান দিতে পারে তাহলে মোবাইল নং-০১৭৯৯৭২৭২৬৯ যোগাযোগ করার জন্য অনুরোধ করেন তিনি।