তালার হাজরাকাটী কোরবানির বিক্রিয় জন্য প্রস্ততি হিজবুলির ফ্রিজিয়ান ষাড়টি, দেখতে মানুষের ঢল
Post Views:
২৫৪
জহর হাসান সাগরঃ
সাতক্ষীরার তালায় কোরবানি ঈদকে সামনে রেখে সকলের নজড় কাড়ছে তালার খলিলনগর ইউনের হাজরাকাটী গ্রামের মো. হিজবল সরদারের ষাঁড়, এই ষাঁড় টি দেখতে প্রতিদিন বিভিন্ন জায়গা থেকে নারী পুরুষ সহ বিভিন্ন শ্রাণীর মানুষ এসে ভির করছে যার নাম দিয়েছেন রাজা বাবু নাম শুনলেই মনে হবে এটি কোন মুসলিম রাজ্যের রাজা বা বাদশার নাম। কিন্তু এটি হাতির মত বিশাল আকৃতি দেখতে একটি কোরবানির পশু। যার নাম রাখা হয়েছে রাজা বাবু এবার ঈদে সাতক্ষীরার কোবরানির জন্য মাঠ কাপাবে এই রাজা বাবু। যার ওজন প্রায় ১৬ মন +। মূল্য নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ৫০ হাজার টাকা। সাতক্ষীরা জেলার তালা উপজেলার খলিলনগর ইউয়ানের হাজরাকাটী গ্রামের শেরআলীর ছেলে, মোঃ হিজবুল সরদরের বাড়িতে দীর্ঘ ২ বছর ধরে ফ্রিজিয়ান জাতের ষাড়টি নিজ সন্তানের মত লালন পালন করে বড় করেছেন। আদর করে ষাড়টি’র নাম দিয়েছেন রাজা বাবু। সুঠম দেহের অধিকারি সুউচ্চ এই ষাড়টিকে কোরবানির দিবেন এমন লোকের কাজে বিক্রি করবেন বলে প্রস্ততি নিচ্ছেন মালিক। ষাড়টির মালিক হিজবুল সরদার জানান, ৮০ হাজার টাকা দিয়ে ১নং ফ্রিজিয়ান জাতের একটি গরু আমি আমার এলাকার থেকে কিনছি ২ বছর আগে। ২ বছর ধরে ষাড়টিকে ঘাস, খোল, কুড়া, ভূষি,কলা, মাল্টাসহ বিভিন্ন ফল—ফলাদি খাওয়ায়ে স্বাস্থ্যসম্মত ভাবে লালন—পালন করে নিজ সন্তানের মত অতিকষ্ঠে বড় করে তুলেছেন হিজবুল সরদার। কিন্তু আদরের পশু রাজা বাবু কে লালন—পালন করতে তার অনেক অর্থ ব্যয় হয়েছে। রাজা বাবু বড় করতে অনেক টাকা ঋণগ্রস্ত হয়ে পড়েছেন হিজবুল সরদার। হত দরিদ্র কৃষক হিজবুল সরদার জানিয়েছেন ষাড়টির নির্ধারিত মূল্য যা তা পাওয়া যাবে না। তবে কোন স্বহৃদয়বান ব্যক্তি নিতে চান তাহলে আলোচনা সাপেক্ষ্যে বিক্রয় করা হবে। এবারের কুরবানি ঈদে বাজার কাপানো রাজা বাবু মালিক হিজবুল সরদার এর সাথে যোগাযোগ: ০১৯৭৭৯৬৬০৩৭